WhatsApp ইউজারদের জন্য সুখবর। এবার থেকে করোনার ভ্যাকসিনের স্লট বুক করা যাবে এই অ্যাপেই। whatsApp-এ কীভাবে টিকাকরণের স্লট বাছা যাবে? আসুন দেখে নিই।
এদিন সকালে টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুথ মাণ্ডভিয়া জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে, মাইগভইন্ডিয়া ও করোনা হেল্পডেস্কে স্লট বুক করা যাবে।
কীভাবে বুক করবেন ? WhatsApp থেকে 9013151515 নম্বরে Book Slot লিখে পাঠালে মোবাইলে একটি OTP আসবে। আর তাই দিয়ে ভেরিফিকেশন করতে হবে।
এবার MyGov কো-উইন (CoWin) পোর্টালে আপনার নম্বরের মাধ্যমে দাখিল করা প্রতিটি সদস্যের নাম দেখাবে।
নির্দেশ অনুযায়ী ১/২/৩ সিলেক্ট করুন। নিজের এলাকার পিন কোড দিন। সঙ্গে সঙ্গেই আপনার নিকটবর্তী টিকাকেন্দ্রগুলি দেখতে পাবেন।
প্রসঙ্গত, এর আগই হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিকা প্রাপ্তির শংসাপত্র পেয়েছেন অনেকে। জানা গিয়েছে, মোট ৩২ লক্ষ মানুষ হোয়াটসঅ্যাপে শংসাপত্র ডাউনলোড করেছেন।