জিওফোন ব্যবহারকারীদের জন্য রিলায়েন্স জিও সংস্থা পৃথক রিচার্জ প্যাক নিয়ে এসেছে। মাত্র ২৮ দিনের বৈধতায় লাভজনক বেশ কিছু রিচার্জ প্যাক রয়েছে, যা বর্তমানে বেশ জনপ্রিয়। প্রতিটি রিচার্জের সঙ্গে আপনি পাবেন JioTV, JioCinema এবং JioNews এর মতো Jio অ্যাপগুলির বিনামূল্যে ব্যবহার। জেনে নিন রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে বিশদে
৭৫ টাকার রিচার্জ প্ল্যান
এতে দৈনিক মিলবে ০.১ জিবি করে ডেটা। সেই সঙ্গে থাকবে আনলিমিটেড কল ও দৈনিক ৫০ টি করে মেসেজ। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের। পাশাপাশি গ্রাহকরা JioTV, JioCinema এবং JioNews এর মতো Jio অ্যাপগুলিতে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
১২৫ টাকার রিচার্জ প্ল্যান
এতে দৈনিক মিলবে ০.৫ জিবি করে ডেটা। সেই সঙ্গে থাকবে আনলিমিটেড কল। মোট ১৪ জিবি ডেটা পাবেন এই প্ল্যানে। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের। পাশাপাশি গ্রাহকরা JioTV, JioCinema এবং JioNews এর মতো Jio অ্যাপগুলিতে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
১৫৫ টাকার রিচার্জ প্ল্যান
এতে দৈনিক মিলবে ১ জিবি করে ডেটা। সেই সঙ্গে থাকবে আনলিমিটেড কল। দৈনিক ১০০টি করে মেসেজ পাবেন এই প্ল্যানে। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের। পাশাপাশি গ্রাহকরা JioTV, JioCinema এবং JioNews এর মতো Jio অ্যাপগুলিতে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এই জিও গ্রাহকদের কাছে সবথেকে জনপ্রিয় প্ল্যান।
১৮৫ টাকার রিচার্জ প্ল্যান
এতে দৈনিক মিলবে ২ জিবি করে ডেটা। সেই সঙ্গে থাকবে আনলিমিটেড কল। দৈনিক ১০০টি করে মেসেজ পাবেন এই প্ল্যানে। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের। পাশাপাশি গ্রাহকরা JioTV, JioCinema এবং JioNews এর মতো Jio অ্যাপগুলিতে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এই জিও গ্রাহকদের কাছে সবথেকে জনপ্রিয় প্ল্যান। এই প্ল্যানটিও এখন বেশ জনপ্রিয় হচ্ছে।
প্রতিদিনের ইন্টারনেটের লিমিট যদিও শেষ হয়ে যায় তাহলে তার স্পিড কমে যায়। সেক্ষেত্রে বর্ধিত নেট শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পিড হয়ে যায় ৬৪ KBPS।