Advertisement

টেক

Facebook-এ এবার Emojiও করবে শব্দ! দুর্দান্ত এই ফিচারটি জানেন তো?

Aajtak Bangla
  • 27 Jul 2021,
  • Updated 10:05 AM IST
  • 1/6

মাঝেমধ্যেই নতুন নতুন ফিচার এনে চমক দেয় ফেসবুক। এবার নয়া একটি ফিচার এনেছে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যার মাধ্যমে আপনি কাউকে কোনও ইমোজি পাঠালে সেই ইমোজি থেকে শব্দও বার হবে।

  • 2/6

সম্প্রতি সাউন্ড ইমোজি বলে একটি ফিচার এনেছে ফেসবুক। সেখানে কোনও ইউজার যদি কাউকে ইমোজি পাঠায় সেই ইমোজি থেকে শব্দ বার হবে।

  • 3/6

এর জন্য প্রথমে মেসেঞ্জারে যেতে হবে। সেখানে লাউড স্পিকার অপশনে ক্লিক করতে হবে। তারপরেই সাউন্ড ইমোজিগুলি পাওয়া যাবে।

  • 4/6

তারপরেই আপনি কাউকে সাউন্ড ইমোজি পাঠাতে পারবেন। তবে সাউন্ড ইমোজিতে এখন খুব বেশি একটা ইমোজি নেই। ধাপে ধাপে বাকি ইমোজি যুক্ত করা হবে।
 

  • 5/6

এই ফিচারটি পেতে হলে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। সেখানে গিয়ে মেসেঞ্জার আপডেট করতে হবে। 

  • 6/6

এটি কেবলমাত্র মেসেঞ্জারেই দেওয়া হয়েছে। ফেসবুকে ওয়েবে এখনও দেওয়া হয়নি। অনুমান করা হচ্ছে জলদি দেওয়া হতে পারে।

Advertisement
Advertisement