Advertisement

টেক

PHOTOS : Whatsapp Privacy Policy না মানলে কমে যাবে অনেক ফিচার!

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 11 May 2021,
  • Updated 7:07 PM IST
  • 1/7

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, যাঁরা নয়া গোপনীয়তা নীতি মানবেন না, তাঁদের অ্যাকাউন্ট মুছে বা নিষ্ক্রিয় করে দেবে না। এই নীতিতে ব্যবহারকারীর ডেটা ফেসবুক এবং তাদের সহকারীদের সঙ্গে শেয়ার করা যাবে।

  • 2/7

যেন পিছু হঠল হোয়াটসঅ্যাপ। এর আগ তারা জানিয়েছিল, নয়া নীতি গ্রহণ করার শেষ দিন ১৫ মে। তা না করলে অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হবে। এমনই জানিয়েছিল তারা।

  • 3/7

জনপ্রিয় এই অ্যাপটির তরফ থেকে জানানো হয়েছিল, হোয়াটসঅ্যাপ বিজনেসের সঙ্গে করা চ্যাট ফেসবুক আর তার সহযোগীদের সঙ্গে শেয়ার করা হবে। আর তার ওপর ভিত্তি করে ফেসবুক আর অন্যান্য প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেখানো হবে।

  • 4/7

চলতি বছরের শুরুতে এ ব্যাপারে জানিয়েছিল তারা। তবে এবার নিজেদের অবস্থান একেবারে বদলে ফেলল তারা। নতুন নিয়ম গ্রহণ করা ছাড়া আর কোনও উপায় রাখল না গ্রাহকের কাছে।

  • 5/7

যে যে সংস্থা গ্রাহকদের তথ্য ব্যবহার করতে পারে তার মধ্য়ে রয়েছে ফেসবুক (Facebook), ফেসবুক পেমেন্টস (Facebook Payments), ওনাভো (Onavo), ফেসবুক টেকনোলজিস (Facebook Technologies), ক্রাউডট্যাঙ্গল (CrowdTangle)।

  • 6/7

এবার নতুন নিয়ম অনুসারে, ১৫ মে-র মধ্যে নতুন নিয়মে সম্মতি না দিলে গ্রাহকদের অ্যাকাউন্ট হয় তো থাকবে। তবে তাদের লাগাতার তা গ্রহণ করার জন্য নোটিফিকেশন পাঠাতে থাকবে।

  • 7/7

আর এই সময়ে হোয়াটসঅ্যাপের সক্রিয়তা কম করে দেওয়া হবে। তখন তারা মেসেজ পড়া বা উত্তর দিতে পারবেন না। ভিডিয়ো করেল জবাব দিতে পারবেন না। ১২০ দিনের বেশি হোয়াটসঅ্যাপের কোনও অ্যাকাউন্ট সক্রিয় না থাকলে তা ডিলিট হয়ে যায়। এমনই এক নীতি রয়েছে তাদের। মানে গ্রাহককে সেই শর্ত মেনে নিতে হবে। যে কোনও উপায়ে তাতে সম্মতি দিতে হবে। ওই সংস্থার কথা মেনেই চলতে হবে। এই নিয়ে এর আগেও বিতর্ক হয়েছিল। মাঝে পিছু হয়েছিল তারা। তবে দেখা যাচ্ছে, আবার যে কি সেই! এখন দেখার, গ্রাহকেরা কী করেন।

Advertisement
Advertisement