Advertisement

টেক

৬ দিন পরে লঞ্চ করছে FAU-G, জেনে নিন গেমটি সম্পর্কে জরুরি তথ্যগুলি

Aajtak Bangla
  • 20 Jan 2021,
  • Updated 3:43 PM IST
  • 1/5

প্রজাতন্ত্র দিবসে অর্থাৎ জানুরায়ির ২৬ তারিখ লঞ্চ করতে চলেছে FAU-G। ইতিমধ্যে এই গেমটি ঘিরে প্রচুর আগ্রহ বাড়ছে গেমারদের মধ্যে। গেমটি তৈরি করেছে nCore Games। ইতিমধ্যে প্লে স্টোরে নামানো যাচ্ছে FAU-G গেমের অ্যাপটি। 

  • 2/5

প্লে স্টোর থেকে নামানো গেলেও এখনই খেলা যাচ্ছে না FAU-G গেমটি। তবে এখন থেকে প্রি রেজিস্টেশন করা যাচ্ছে। ইতিমধ্যে কয়েকলাখ রেজিস্টেশন হয়েছে গেমটি। ২০২০ সালের ডিসেম্বর থেকে শুরু হয়েছে প্রি রেজিস্টেশন।
 

  • 3/5

FAU-G একটি অ্যাকশন গেম। গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সংঘাত নিয়েই তৈরি হয়েছে গেমটি। গেমটি প্রথম এপিসোড গালওয়ান ভ্যালি নিয়ে। পরের আরও এপিসোড রিলিজ হওয়ার কথা রয়েছে বলে খবর। 
 

  • 4/5

বলে রাখা ভালো FAU-G তে নেই কোনও ব্যাটল রয়্যাল মুড। এটা সম্পূর্ণ গেমিং মুডে রয়েছে। প্লেয়ারা একটি ম্যাপ খুঁজে সেখানে খেলতে পারবেন। ব্যাটল রয়্যাল মুডের জন্য বিখ্যাত পাবজি, কল অফ ডিউটি মোবাইল ও ফোর্টনাইট গেমগুলি।
 

  • 5/5

FAU-G কোনও গেম যেটা বাস্তবের ঘটনা নিয়ে তৈরি হয়েছে। এর আগে অনেক গেম আসলেও মোবাইলের ক্ষেত্রে বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে কোনও গেম তৈরি হয়নি। গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সংঘাত নিয়ে তৈরি  হয়েছে FAU-G র প্রথম এপিসোড।


 

Advertisement
Advertisement