Advertisement

টেক

Hero City Speed NYX-HX: মাত্র ১২ টাকার বিদ্যুৎ খরচে কলকাতা থেকে দিঘা পৌঁছাবে এই ই-স্কুটার!

সুদীপ দে
  • কলকাতা,
  • 04 Nov 2021,
  • Updated 7:02 PM IST
  • 1/6

বিগত দুই বছরে অনেকটাই বেড়েছে পেট্রোল, ডিজেলের দাম। বেড়েছে বাস ও ট্রেনের ভাড়াও। ফলে বাঙালির স্বাধের দিঘা ঘুরতে যাওয়ার খরচও এখন অনেক! যদি ভাবেন বাইক বা স্কুটার নিয়ে দিঘা ঘুরে আসবেন, তাতেও যাতায়াতে শুধু তেলের খরচ ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা।

  • 2/6

কিন্তু মাত্র ৫ হাজার টাকার ডাউন পেমেন্ট দিয়ে যদি Hero City Speed NYX-HX ইলেকট্রিক স্কুটার ঘরে নিয়ে আসেন তাহলে হয়তো মাত্র ১২-১৩ টাকার বিদ্যুৎ খরচেই পৌঁছে যেতে পারেন কলকাতা থেকে দিঘা!

  • 3/6

সংস্থার দাবি, Hero City Speed NYX-HX ইলেকট্রিক স্কুটার এক চার্জে প্রায় ২১০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। এর ১.৫৩৬ kWh এর ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেয় মোটামুটি এক ঘণ্টা।

  • 4/6

এই এক ঘণ্টায় এই ইলেকট্রিক স্কুটার চার্জ দিতে ১.৫-২ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। অর্থাৎ, Hero City Speed NYX-HX ইলেকট্রিক স্কুটার ফুল চার্জ দিতে খরচ হবে মোটামুটি ১২-১৩ টাকার বিদ্যুৎ।

  • 5/6

সংস্থার দাবি, Hero City Speed NYX-HX ইলেকট্রিক স্কুটার ফুল চার্জ দেওয়ার পর ২১০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। আর কলকাতা থেকে দিঘার দূরত্ব মোটামুটি ১৮৫-২০০ কিলোমিটার। অর্থাৎ, ১২-১৩ টাকার বিদ্যুৎ খরচেই পৌঁছে যান কলকাতা থেকে দিঘা।

  • 6/6

উৎসবের মরসুমে মাত্র ৪,৯৯৯ টাকা ডাউন পেমেন্ট করেই ঘরে তুলতে পারেন Hero City Speed NYX-HX ইলেকট্রিক স্কুটার। এই ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৪২ কিলোমিটার। এই ইলেকট্রিক স্কুটারের বেস ভেরিয়েন্টের দাম ৬৪,৬৪০ টাকা (এক্স শোরুম)।

Advertisement
Advertisement