বিগত দুই বছরে অনেকটাই বেড়েছে পেট্রোল, ডিজেলের দাম। বেড়েছে বাস ও ট্রেনের ভাড়াও। ফলে বাঙালির স্বাধের দিঘা ঘুরতে যাওয়ার খরচও এখন অনেক! যদি ভাবেন বাইক বা স্কুটার নিয়ে দিঘা ঘুরে আসবেন, তাতেও যাতায়াতে শুধু তেলের খরচ ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা।
কিন্তু মাত্র ৫ হাজার টাকার ডাউন পেমেন্ট দিয়ে যদি Hero City Speed NYX-HX ইলেকট্রিক স্কুটার ঘরে নিয়ে আসেন তাহলে হয়তো মাত্র ১২-১৩ টাকার বিদ্যুৎ খরচেই পৌঁছে যেতে পারেন কলকাতা থেকে দিঘা!
সংস্থার দাবি, Hero City Speed NYX-HX ইলেকট্রিক স্কুটার এক চার্জে প্রায় ২১০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। এর ১.৫৩৬ kWh এর ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেয় মোটামুটি এক ঘণ্টা।
এই এক ঘণ্টায় এই ইলেকট্রিক স্কুটার চার্জ দিতে ১.৫-২ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। অর্থাৎ, Hero City Speed NYX-HX ইলেকট্রিক স্কুটার ফুল চার্জ দিতে খরচ হবে মোটামুটি ১২-১৩ টাকার বিদ্যুৎ।
সংস্থার দাবি, Hero City Speed NYX-HX ইলেকট্রিক স্কুটার ফুল চার্জ দেওয়ার পর ২১০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। আর কলকাতা থেকে দিঘার দূরত্ব মোটামুটি ১৮৫-২০০ কিলোমিটার। অর্থাৎ, ১২-১৩ টাকার বিদ্যুৎ খরচেই পৌঁছে যান কলকাতা থেকে দিঘা।
উৎসবের মরসুমে মাত্র ৪,৯৯৯ টাকা ডাউন পেমেন্ট করেই ঘরে তুলতে পারেন Hero City Speed NYX-HX ইলেকট্রিক স্কুটার। এই ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৪২ কিলোমিটার। এই ইলেকট্রিক স্কুটারের বেস ভেরিয়েন্টের দাম ৬৪,৬৪০ টাকা (এক্স শোরুম)।