Advertisement

টেক

এই Gmail অ্যাকাউন্টগুলিকে চিরতরে বন্ধ করে দিতে পারে Google!

Aajtak Bangla
  • 28 Nov 2020,
  • Updated 10:30 PM IST
  • 1/5

আপনার Gmail অ্যাকাউন্ট রয়েছে নিশ্চয়ই! Google-এর নয়া নির্দেশ অনুযায়ী, কিছু Gmail অ্যাকাউন্ট-কে বন্ধ করে দিতে পারে Google। আপনার মেইল আইডিটি সেই তালিকায় নেই তো জেনে নিন। 

  • 2/5

২০২১ সালের পয়লা জুন থেকে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে Google। জানা গিয়েছে, এই নিয়ম অনুযায়ী অন্তত দু বছর ধরে নিষ্ক্রিয় থাকা জি মেইল অ্যাকাউন্টগুলিকে চিরতরে বন্ধ করে দিতে পারে Google।

  • 3/5

তবে কোনও Gmail অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার আগে ওই ইউজারকে একাধিক বার মেইলে নোটিফিকেশন করা হবে সংস্থার পক্ষ থেকে। 

  • 4/5

একাধিক নোটিফিকেশন পাঠানোর পরেও ইউজারের তরফ থেকে কোনও সাড়া না পেলে নির্দিষ্ট ওই Gmail অ্যাকাউন্টগুলিকে চিরতরে বন্ধ করার পতেই হাঁটবে Google। 

  • 5/5

এই মধ্যে Google ডকস, স্লাইডস, ড্রইং-সহ Gmail অ্যাকাউন্ট এবং ড্রাইভে থাকা সমস্ত তথ্যই নিষ্ক্রিয় হয়ে যাবে।

Advertisement
Advertisement