১) নতুন আপগ্রেড প্রোগ্রাম গুগলের
ভারতে স্মার্টফোন ক্রেতাদের জন্য বড় ঘোষণা করল গুগল। সংস্থা চালু করল Pixel Upgrade Program, যার মাধ্যমে Pixel 10 সিরিজের ফোন কেনা যাবে ২৪ মাসের নো-কস্ট EMI-তে। এই স্কিমে মাসে শুরু হচ্ছে মাত্র ৩,৩৩৩ টাকা থেকে। পাশাপাশি থাকছে নিশ্চিত বাইব্যাক ও ভবিষ্যতে আপগ্রেডের সুবিধা।
২) কোন কোন মডেল মিলবে
এই প্রোগ্রামের আওতায় থাকছে Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL এবং Pixel 10 Pro Fold। গুগলের পার্টনার রিটেল স্টোর থেকে ফোন কিনতে হবে। EMI সুবিধা মিলবে Bajaj Finance অথবা HDFC Bank ক্রেডিট কার্ড ব্যবহার করলে।
৩) কীভাবে প্রোগ্রামে নাম লেখাবেন
ফোন কেনার পর ৩০ দিনের মধ্যে Cashify ওয়েবসাইটে গিয়ে Pixel Upgrade Program-এ এনরোল করতে হবে। এই স্কিমের মেয়াদ থাকছে ৩০ জুন, ২০২৬ পর্যন্ত। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ ৭,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।
৪) আপগ্রেডের নিয়ম কী
এই স্কিমে ৯টি EMI দেওয়ার পর এবং ১৫টি EMI-এর আগে ব্যবহারকারীরা নতুন যোগ্য Pixel মডেলে আপগ্রেড করতে পারবেন। অর্থাৎ প্রায় এক বছর ব্যবহার করার পরই ফোন বদলানোর সুযোগ মিলছে।
৫) ডিভাইসের অবস্থা কেমন হলে চলবে
Cashify নিশ্চিত বাইব্যাক দিচ্ছে, ফোনের অবস্থা যেমনই হোক না কেন। শর্ত একটাই, ফোনটি চালু হতে হবে এবং প্রাথমিক ফাংশনালিটি টেস্ট পাস করতে হবে। বাইব্যাকের টাকায় বাকি লোন অ্যামাউন্ট মিটিয়ে দেওয়া হবে, কোনও প্রি-ক্লোজার চার্জ লাগবে না।
৬) নতুন EMI শুরু হবে
পুরনো ফোন আপগ্রেড করার পর গ্রাহককে আবার নতুন ডিভাইসের জন্য ২৪ মাসের নো-কস্ট EMI শুরু করতে হবে। এতে ব্যবহারকারীরা কম খরচে নিয়মিত নতুন Pixel ফোন ব্যবহার করার সুবিধা পাবেন।
৭) ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা
Pixel 10 Pro, Pro XL ও Pro Fold কিনলে মিলবে ১ বছর Google AI Pro, ৬ মাস Fitbit Premium এবং ৩ মাস YouTube Premium ফ্রি। আর Pixel 10 ক্রেতারা পাবেন ৬ মাস Google One Premium (2TB), ৬ মাস Fitbit Premium ও ৩ মাস YouTube Premium। এই প্রোগ্রামটি Cashify, Bajaj Finance ও HDFC Bank-এর সহযোগিতায় নির্বাচিত রিটেল স্টোরে চালু হয়েছে।