Advertisement

টেক

Instagram-এর ভিডিও ডাউনলোড করবেন কীভাবে? জেনে নিন

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Nov 2021,
  • Updated 8:11 PM IST
  • 1/6

ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় অ্যাপ Instagram। TikTok নিষিদ্ধ হওয়ার পর ইনস্টাগ্রামে রিলস ফিচার চালু হয়েছে। এই ফিচারটি আসার সঙ্গে সঙ্গে অ্যাপটির ব্যবহারকারীও অনেক বেড়েছে। এই অ্যাপে রিল, ছবি, গল্প এবং ছোট ভিডিও আইজিটিভিতে পোস্ট করা যায়। অনেক সময় এই ভিডিও ডাউনলোড করতে চাইলেও করা যায় না।
 

  • 2/6

এর জন্য অন্য উপায় রয়েছে। Google Play Store থেকে টার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে তা করতে হবে। কারণ, অ্যাপে অন্যের ভিডিও ডাউনলোড করার মতো এমন কোনও ফিচার নেই। তাই জেনে নিন আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইন্সটাগ্রাম ভিডিও ডাউনলোড করতে পারবেন কীভাবে।
 

  • 3/6

প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। এর পর সেখান থেকে 'ভিডিও ডাউনলোডার ফর ইন্সটাগ্রাম' ডাউনলোড করতে হবে।
 

  • 4/6

ইন্সটাগ্রাম খুললে, যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেখানে যেতে হবে। এরপর স্ক্রিনের ওপরের ডানদিকে কোণায় উপস্থিত তিনটি ডটে ক্লিক করতে হবে।
 

  • 5/6

এর পর ইন্সটাগ্রামের লিঙ্ক কপি করুন। ইন্সটাগ্রামের জন্য ভিডিও ডাউনলোডার খুলতে হবে।
 

  • 6/6

এর পরে অ্যাপটি আপনার কপি করা লিঙ্কটি স্বয়ংক্রিয়ভাবে পেস্ট করবে। এর পর ভিডিও ডাউনলোড শুরু হয়ে যাবে।

Advertisement
Advertisement