স্পোর্ট-নেকেড সেগমেন্টে জনপ্রিয় বাইক Pulsar N160-এর নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করল বাজাজ অটো। Photo: Screengrab
যারা ১৬০ সিসি সেগমেন্টে কমফোর্টেবল এবং স্পোর্টি বাইক খুঁজছেন, তাঁদের জন্য Pulsar N160 ভাল অপশন। Photo: Screengrab
Pulsar N160-এগোল্ডেন আপসাইড-ডাউন ফর্কস পাবেন। ইদানিং এই স্টাইল বেশ ট্রেন্ডিং। নতুন ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ১,২৩,৯৮৩ টাকা। Photo: Screengrab
চারটি নতুন রঙের অপশন পাবেন। পার্ল মেটালিক হোয়াইট, রেসিং রেড, পোলার স্কাই ব্লু এবং ব্ল্যাক। Photo: Screengrab
টপ-স্পেক ডুয়াল-চ্যানেল ABS মডেল (USD ফর্কস)-এর দাম ১,২৬,২৯০ টাকা। Photo: Screengrab
অন্যদিকে, স্ট্যান্ডার্ড ডুয়াল-চ্যানেল ABS ভ্যারিয়েন্টের দাম ১,১৬,৭৭৩ টাকা। বাজাজ এই বাইকটির প্রাইসিং বেশ ভালই রেখেছে। ফলে ভ্যালু এবং স্টাইল, দু'টিরই ব্যালেন্স থাকবে। Photo: Screengrab
নতুন USD ফর্কস ফ্রন্ট-এন্ড হ্যান্ডেলিং আরও শার্প হয়েছে বলে দাবি সংস্থার। কর্নারিংয়ের সময় স্টেবিলিটি বাড়বে। Photo: Screengrab
সিট সিঙ্গল-পিস। ফলে পিলিয়ন কমফোর্টও বেশ ভাল। স্পোর্টি বাইক হলেও বেশ প্র্যাকটিকাল। Photo: Screengrab
নতুন N160-এ আগের মতোই ১৬৪.৮২ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন আছে। ইঞ্জিন ১৬ পিএস পাওয়ার এবং ১৪.৬৫ Nm পিক টর্ক জেনারেট করে। Photo: ITG
ইঞ্জিনে ৫-স্পিড গিয়ারবক্স। স্মুদ ও রেসপন্সিভ পারফরম্যান্স।