না অনুমতি নিয়েই অ্যাড করে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে। এমন সমস্যায় জেরবার হন কমবেশি অনেকেই। অচেনা নম্বর থেকেও হঠাৎ দেখা যায় আপনাকে কোনও গ্রুপে অ্যাড করে দেওয়া হয়।
বেশিরভাগ সময়ে দেখা যায়, গ্রুপে হয়তো কোনও ব্য়বসার বিষয় রয়েছে। কিংবা এমন কিছু রয়েছে, যেটা আপনি পছন্দই করেন না। অনেক সময়ে অশালীন গ্রুপে অ্যাড করে দেওয়া হয়।
কিন্তু হোয়াটসঅ্যাপে এমন একটি সেটিং রয়েছে, যেটা করলে সহজে কেউ আপনাকে কোনও গ্রুপে অ্যাড করতে পারবে না। জেনে নিন সেই ধাপগুলি।
প্রথম হোয়াটসঅ্যাপ খুলে ডানদিকের সেটিং অপশনে যেতে হবে। সেখান অ্যাকাউন্ট, তারপরে প্রাইভেসি অপশনে যেতে হবে।সেখানে গিয়ে গ্রুপ অপশনটি ক্লিক করতে হবে।
তারপরে আপনি আরও ৩টে অপশন পাবেন। এভিরওয়ান-এর অর্থ যে কেউ আপনাকে গ্রুরে অ্যাড করতে পারে। মাই কন্ট্রাক্স-এর অর্থ আপনি যাদের নম্বর সেভ করেছেন তারাই কেবল অ্যাড করতে পারবে।
আপনি যদি চান কেবলমাত্র নির্দিষ্ট কয়েকজনই আপনাকে কোনও গ্রুপে অ্যাড করুক, সেক্ষেত্রে তৃতীয় অপশনটি ক্লিক করতে হবে।