Advertisement

টেক

Whatsapp-এ এই বদলটি করুন! বিনা অনুমতিতে কেউ গ্রুপে অ্যাড করতে পারবে না

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 13 Aug 2021,
  • Updated 4:08 PM IST
  • 1/6

না অনুমতি নিয়েই অ্যাড করে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে। এমন সমস্যায় জেরবার হন কমবেশি অনেকেই। অচেনা নম্বর থেকেও হঠাৎ দেখা যায় আপনাকে কোনও  গ্রুপে অ্যাড করে দেওয়া হয়।

  • 2/6

বেশিরভাগ সময়ে দেখা যায়, গ্রুপে হয়তো কোনও ব্য়বসার বিষয় রয়েছে। কিংবা এমন কিছু রয়েছে, যেটা আপনি পছন্দই করেন না। অনেক সময়ে অশালীন গ্রুপে অ্যাড করে দেওয়া হয়।

  • 3/6

কিন্তু হোয়াটসঅ্যাপে এমন একটি সেটিং রয়েছে, যেটা করলে সহজে কেউ আপনাকে কোনও গ্রুপে অ্যাড করতে পারবে না। জেনে নিন সেই ধাপগুলি।

  • 4/6

প্রথম হোয়াটসঅ্যাপ খুলে ডানদিকের সেটিং অপশনে যেতে হবে। সেখান অ্যাকাউন্ট, তারপরে প্রাইভেসি অপশনে যেতে হবে।সেখানে গিয়ে গ্রুপ অপশনটি ক্লিক করতে হবে।

  • 5/6

তারপরে আপনি আরও ৩টে অপশন পাবেন। এভিরওয়ান-এর অর্থ যে কেউ আপনাকে গ্রুরে অ্যাড করতে পারে। মাই কন্ট্রাক্স-এর অর্থ আপনি যাদের নম্বর সেভ করেছেন তারাই কেবল অ্যাড করতে পারবে। 

  • 6/6

আপনি যদি চান কেবলমাত্র নির্দিষ্ট কয়েকজনই আপনাকে কোনও গ্রুপে অ্যাড করুক, সেক্ষেত্রে তৃতীয় অপশনটি ক্লিক করতে হবে।
 

Advertisement
Advertisement