অনেক সময় এমন হয় যে অজান্তে কেউ আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যাবহার করছে। এমন অভিযোগ মাঝেমধ্যেই ওঠে। যদিও কেউই চান না যে তার অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করুক।
ফেসবুকের ক্ষেত্রে প্রথমে ফেসবুকে লগ ইন করুন। তারপরেই অ্যাকাউন্ট সেটিংসে যান। সেখানে গিয়ে সিকিউরিটি এবং লগইন অপশনে ক্লিক করুন। তারপরেই আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক কতগুলি ডিভাইস থেকে খোলা আছে। যদি এর মধ্যে এমন কোনও ডিভাইসের নাম রয়েছে, যা আপনার কাছে নেই। তাহলে বুঝবেন কোনও গড়বড় আছে।
যদি এমনটা হয়ে থাকে তাহলে সতর্ক হয়ে যান। ওই সেকসনেই লগ আউট ফ্রম অল ডিভাইস অপশনটিতে ক্লিক করুন। তাহলেই দেখবেন সব ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে গিয়েছে
আপনি যদি আপনার স্মার্টফোন থেকে লগআউট করেন তবে আপনি আপনার লগইন আইডি এবং পাসওয়ার্ড প্রবেশ করে আবার লগ ইন করতে পারেন। দ্বিতীয় পদক্ষেপ হিসাবে, অবিলম্বে পাসওয়ার্ড পরিবর্তন করুন।
হোয়াটসঅ্যাপের কথা বললে, ফেসবুকের মতো একাধিক ডিভাইস লগইন সহ বর্তমানে কোনও সিস্টেম নেই। কমপক্ষে আপনি একটি জিনিস সম্পর্কে নিশ্চিত হতে পারেন যে অন্য ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করবে না।
তবে কোনও ল্যাপটপ কিংবা ডেস্কটপে যদিও আপনার হোয়াটসঅ্যাপ ওয়েব খোলা থাকে। আর আপনি সেখানে লগ আউট না করে থাকেন,তাহলে সেখান থেকে আপনার চ্যাট পড়া যাবে।
এটার জন্য আপনি আপনার হোয়াটসঅ্যাপে সেটিংসে যান। সেখানে হোয়াটসঅ্যাপ ওয়েবে গেলে সেখানেই বুঝতে পারবেন আদৌ কোনও ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ ওয়েব খোলা রয়েছে কিনা। আপনি চাইে হোয়াটলঅ্যাপ ওয়েব এখান থেকে লগ আউটও করতে পারেন।
তবে হোয়াটসঅ্যাপ ওয়েব ছাড়া অন্য কোনও ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কেউ খুলতে পারবে না। কারণ এমন কোনও সিস্টেম এখনও হয়নি।