Advertisement

টেক

আপনার Facebook-এ কে নজর রাখছে? জানুন এভাবে

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Aug 2021,
  • Updated 5:27 PM IST
  • 1/8

দিন দিন জনপ্রিয় প্ল্যাটফর্ম হয়ে উঠছে ফেসবুক। সারাদিন সময় পেলেই ব্যবহাকারীরা একবার করে ফেসবুকে চোখ বুলিয়ে নেন। কেউ কেউ আবার অন্যের প্রোফাইলে ঢুঁ মেরে তার ইতিহাস, ভূগোল, কেমিস্ট্রি জেনে নিতে ভালোবাসেন। এমন মানুষের সংখ্যাও কিন্তু অনেক। যারা বন্ধুত্ব না পাতালেও প্রোফাইল বারবার দেখতে ভালোবাসেন। আপনার প্রোফাইলটিও কোনও অচেনা, অজানা ব্যক্তি নজরে রাখতে পারে। কীকরে বুঝবেন?
 

  • 2/8

ফেসবুকের একটি বিশেষ ফিচারের মাধ্যমে আপনিও জানতে পারবেন আপনার প্রোফাইলটি কে দেখছে। এই ফিচারটি কীভাবে ব্যবহার করবেন সেটা জেনে নিন।
 

  • 3/8

এর জন্য কোনও থার্ড পার্টি সফ্টওয়্যারের প্রয়োজন নেই, না কোনও অর্থ ব্যয় করতে হবে। ioS ব্যবহারকারীদের জন্য এটি দেখা খুবই সুবিধাজনক।
 

  • 4/8

iOS ব্যবহারকারীরা প্রাইভেসি সেটিংসে গিয়ে এই বিকল্পটি দেখতে পারেন। এজন্য ফেসবুক অ্যাপটি খুলতে হবে। সেখানে ফেসবুকের সেটিংসে যেতে হবে। সেটিংসে প্রাইভেসি সেটিংসের অপশনটি পাবেন।'Who viewed my profile' -এ ক্লিক করলেই জানতে পারবেন।
 

  • 5/8

তবে অ্যান্ড্রয়েড অ্যাপে এমন কোনো অপশন নেই। কে তাদের প্রোফাইল ভিজিট করেছে তা জানতে একটি ডেস্কটপের প্রয়োজন হবে। ডেস্কটপ বা পিসির মাধ্যমে এটি সহজেই সনাক্ত করা যায়।
 

  • 6/8

এরজন্য প্রথমে তাদের ডেস্কটপ থেকে Facebook.com পেজ খুলতে হবে। পেজ খোলার পর এতে আপনার অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন। লগইন করার পরে, ফেসবুকের হোম পেজে যান। হোম পেজে রাইট ক্লিক করুন। ডান ক্লিক করার পর ভিউ পেজ সোর্স অপশনে ক্লিক করুন।
 

  • 7/8

এতে আপনার ফেসবুক হোমপেজের সোর্স কোড খুলবে। এতে BUDDY_ID -তে সার্চ করুন। BUDDY_ID এর পাশে তার নাম লেখা থাকবে যিনি আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করেছেন। আপনি এইরকম একটি নতুন URL- এ facebook.com/profile ID (BUDDY_ID 15-ডিজিটের কোড) -এ BUDDY_ID খুলে প্রোফাইল ভিজিটর খুঁজে পেতে পারেন। BUDDY_ID একটি ১৫ ডিজিটের কোড।
 

  • 8/8

যদি আপনার ডেস্কটপ বা ল্যাপটপ এত বড় ভারী ফাইল লোড করতে সক্ষম না হয়, তাহলে আপনি সহজেই পিডিএফ -এ সংরক্ষণ করে অ্যাক্সেস করতে পারেন। এছাড়াও, অনেক ক্রোম এক্সটেনশনও পাওয়া যায় যার সাহায্যে প্রোফাইল ভিজিটর সনাক্ত করা যায়।
 

Advertisement
Advertisement