Advertisement

ইউটিলিটি

Photo Gallery: সবচেয়ে সস্তার Royal Enfield, Hunter 350 র কোন রঙটা আপনার পছন্দ?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Dec 2025,
  • Updated 12:32 AM IST
  • 1/8

মোট সাতটি রঙের অপশনে Royal Enfield Hunter 350 পাবেন। Graphite Grey, London Red, Dapper Grey, Rebel Blue, Rio White, Tokyo Black এবং Factory Black। এই সাতটি শেডেই পাবেন হান্টার ৩৫০।  

  • 2/8

Graphite Grey (এক্স-শোরুম দাম: ১.৬২ লক্ষ টাকা)
Graphite Grey রঙে Hunter 350 এর ট্যাঙ্ক ও প্যানেলে গাঢ় ধূসর শেড।  

  • 3/8

Tokyo Black (এক্স-শোরুম দাম: ১.৬৭ লক্ষ টাকা)
Tokyo Black শেডে পুরো বাইক জুড়ে গভীর, চকচকে কালো ফিনিশ। গ্রাফিক্স খুবই কম। ছবিতে একটি একটানা ডার্ক প্রোফাইল দেখা যায়। সহজ, পরিষ্কার ও একরকম লুক পছন্দ করলে এই রঙ আলাদা করে নজর কাড়বে।

  • 4/8

London Red (এক্স-শোরুম দাম: ১.৬৭ লক্ষ টাকা)
উজ্জ্বল লাল রঙ, সঙ্গে গাঢ় কনট্রাস্টিং এলিমেন্ট। বেশ উজ্জ্বল।

  • 5/8

Factory Black (এক্স-শোরুম দাম: ১.৩৮ লক্ষ টাকা)
Factory Black এ ম্যাট কালো রঙ। ডিটেলিং প্রায় নেই বললেই চলে। মিনিমালিস্ট লুক।

  • 6/8

Rio White (এক্স-শোরুম দাম: ১.৬২ লক্ষ টাকা)
Rio White এ সাদা ট্যাঙ্ক ও বডি প্যানেলের সঙ্গে গাঢ় কালোর কম্বিনেশন।

  • 7/8

Dapper Grey (এক্স-শোরুম দাম: ১.৬২ লক্ষ টাকা)
মিডিয়াম গ্রে, সঙ্গে হালকা অ্যাকসেন্ট গ্রাফিক্স। বেশ ব্যালান্সড মনে হয়।  

  • 8/8

Rebel Blue (এক্স-শোরুম দাম: ১.৬৭ লক্ষ টাকা)
ডুয়াল-টোন লেআউট। উজ্জ্বল নীল ট্যাঙ্কের সঙ্গে কনট্রাস্টিং সাইড প্যানেল।  

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement