ফোন আমাদের প্রায় সর্বক্ষণের সঙ্গী। এই গ্যাজেট ছাড়া আমাদের একটু সময়ও চলে না।
তবে মুশকিল হল, অনেকেরই ফোনে ঠিকঠাক নেটওয়ার্ক থাকে না। যার ফলে ফোন করতে এবং ইন্টারনেট ব্যবহারে হয় সমস্যা।
যদিও মাথায় রাখতে হবে কিছু ক্ষেত্রে নেটওয়ার্কের সমস্যার সমাধান করা সম্ভব। আর এক্ষেত্রে সার্ভিস সেন্টারে যাওয়ারও প্রয়োজন নেই।
তাই আর সময় নষ্ট না করে ফোনে নেটওয়ার্কের সমস্যা মেটানোর কয়েকটি রাস্তা জেনে নিন।
এয়ারপ্লেন মোড অন করুন। তারপর আবার করুন অফ। এই কাজটা করলেই দেখবেন নেটওয়ার্ক চলে আসবে ফোনে।
এই সমস্যা সমাধানে রিস্টার্ট করুন ফোন। তাতে ফোনে কোনও সাময়িক সফটওয়্যার গ্লিচ থাকলে ঠিক হয়ে যাবে।
নেটওয়ার্ক কভারেজ দেখতেও হবে। আপনি যেই ঘরে রয়েছেন, সেখানে অন্যদের ফোনে নেটওয়ার্ক আছে কি না দেখুন। না থাকলে যেখানে নেটওয়ার্ক রয়েছে, সেখানে যান।
অনেক সময় ফোনের সফটওয়্যারের সমস্যায় নেটওয়ার্ক চলে যায়। তাই সব কিছু চেষ্টা করার পরও সমস্যার সমাধান না হলে সার্ভিস সেন্টারে যান। তারাই সমস্যার সমাধান করে দেবে।