Advertisement

টেক

হারানো PAN Card ফিরে পাবেন দ্রুত, জানুন সহজ এই টিপস

Aajtak Bangla
  • 18 Jun 2021,
  • Updated 11:34 PM IST
  • 1/6

আর্থিক লেনদেন কিংবা অন্য ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যান কার্ড। আয়কর দফতরের তরফ থেকে এই কার্ড ইস্যু করা হয়। এতে ১০ সংখ্যার একটি নম্বর থাকে। 

  • 2/6

যদি আপনি এটি হারিয়ে ফেলে থাকেন তবে আপনার চিন্তা করার দরকার নেই। সদ্য চালু হওয়া আয়কর ওয়েবসাইট থেকে আপনি কয়েক মিনিটের মধ্যে ই-প্যান ডাউনলোড করতে পারেন। ধাপে ধাপে জানুন কীভাবে ই-প্যান ডাউনলোড করবেন।

  • 3/6

ই-প্যান ডাউনলোড করতে, আপনাকে প্রথমে আয়কর ওয়েবসাইট https://www.incometax.gov.in/iec/foportal যেতে হবে। এখানে আপনি ই-প্যান ডাউনলোড করতে 'Instant E PAN' এর একটি অপশন দেখতে পাবেন।

  • 4/6

আপনাকে Instant E PAN' এ ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পরে আপনাকে 'New E PAN'এ ক্লিক করতে হবে। এখানে আপনাকে আপনার প্যান নম্বর দিতে হবে। প্যান নম্বরটি মনে না থাকলে আপনি আধার নম্বরটিও দিতে পারেন।
 

  • 5/6

এই প্রক্রিয়ার পরে বিভিন্ন  শর্তাবলি আসে। সেগুলো মনোযোগ দিয়ে পড়া দরকার। এরপরে রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করুন। 

  • 6/6

আপনার প্যানটি পিডিএফ ফর্ম্যাটে আপনার ইমেল আইডিতে পাঠানো হবে। মেলটি খোলার পরে আপনি আপনার 'ই-প্যান' ডাউনলোড করতে পারেন।

Advertisement
Advertisement