Advertisement

টেক

Instagram-এ পারবে না কেউ বিরক্ত করতে! আসছে এই অপশন

Aajtak Bangla
  • 23 Apr 2021,
  • Updated 7:49 PM IST
  • 1/6

ইনস্টাগ্রাম সম্প্রতি নয়া একটি ফিচার এনেছে। যেখানে, ব্যবহারকারীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করা অ্যাকাউন্টগুলির উপর নজর রাখা যাবে। অনেক সময়ে ইউজাররা বেশ কিছু অ্যাকাউন্ট ব্লকও করে দেন। কিন্তু যাকে ব্লক করে দেন,অন্য অ্যাকাউন্ট খুলেও বিরক্ত করে। ফলে চাইলে সেই অ্যাকাউন্টগুলির উপর এখন থেকে ব্যবস্থা নেওয়া যাবে। 

  • 2/6

ইনস্টাগ্রাম কোনও আপত্তিকর শব্দকে এবার থেকে ফিল্টার করবে। ইনবক্স কিংবা কোনও কমেন্ট বক্সে কেউ আপত্তিকর শব্দ লিখলে সেটাকে ফিল্টার করা হবে। এই জন্য নতুন একটি টুল নিয়ে এসেছে ইনস্টাগ্রাম। সেটির সাহায্যে আপত্তিকর শব্দগুলিকে চিহ্নিত করা যাবে। 

  • 3/6

সম্প্রতি ইনস্টাগ্রাম একটি সংগঠনের সঙ্গে কাজ করেছে। যেখানে একগুচ্ছ অশালীন ও আপত্তিকর শব্দকে চিহ্নিত করা হয়েছে। তবে গ্রাহকরা চাইলে নিজেও অশালীন শব্দকে এই তালিকায় জুড়তে পারবেন। 

  • 4/6

নিজে থেকে করতে চাইলে আপনাকে প্রথমে সেটিংস, তারপরে প্রাইভেসি অপশনে যেতে হবে। সেখানে  Hidden Words অপশনে গিয়ে চাইলে শব্দগুলি চিহ্নিত করতে পারবেন।

  • 5/6

একবার অপশনটি অ্যাক্টিভ হয়ে গেলে, আপনি চাইলে যে কোনও শব্দকে ফিল্টার করতে পারেন। সেই শব্দটি চলে যাবে হিডেন ওয়ার্ডসে। ফলে সেই শব্দ আপনাকে অন্য কেউ যতবারই পাঠাক। সেটি আর আসবে না। যদিও ইনস্টাগ্রামে অশালীন কমেন্ট কিংবা শব্দের উপর রিপোর্ট করার অপশন রয়েছে।

  • 6/6

গ্রাহকদের প্রাইভেসির কথা মাথায় রেখে এই অপশনটি চালু করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এই অপশনটি সবার জন্য চালু হবে। 

Advertisement
Advertisement