Advertisement

টেক

iPhone 17 সিরিজ আজ বিক্রি শুরু, No Cost EMI, ক্যাশব্যাক থেকে এক্সচেঞ্জ অফার, কোন ব্যাঙ্কের কত? বিস্তারিত

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Sep 2025,
  • Updated 11:50 AM IST
  • 1/13

Apple এর iPhone 17 সিরিজ, iPhone Air আজ অর্থাত্‍ শুক্রবার থেকে ভারতের বাজারে বিক্রি শুরু। ভারতের iPhone প্রেমীরা যে দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, আজই সেই দিন, ১৯ সেপ্টেম্বর।
 

  • 2/13

গত ৯ সেপ্টেম্বর  iPhone 17 সিরিজ ও iPhone Air লঞ্চ করেছে অ্যাপল। iPhone 17 এর দাম শুরু হচ্ছে ৮২ হাজার ৯০০ টাকা থেকে। বেস প্রাইসে 256GB ভ্যারিয়েন্ট মিলবে। iPhone 17 এর 512GB ভ্যারি/ন্টের দাম পড়বে ১ লক্ষ ২ হাজার ৯০০ টাকা। 

  • 3/13

iPhone Air ও নতুন ডিভাইস। অন্যদিকে আলট্রা থিন  iPhone ভারতে  256GB র দাম শুরু হচ্ছে ১ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকায়। 

  • 4/13

iPhone 17  সিরিজের সর্বোচ্চ ভ্যারিয়েন্ট 1TB স্টোরেজের দাম ১ লক্ষ ৫৯ হাজার ৯০০ টাকা। iPhone 17 Pro মডেলের দাম শুরু হচ্ছে ১ লক্ষ ৩৪ হাজার ৯০০ টাকা থেকে। 
 

  • 5/13

এটির 1TB ভার্সানের দাম ১ লক্ষ ৭৪ হাজার ৯০০ টাকা। iPhone 17 Pro Max এর 256GB ভার্সানের দাম ভারতে রাখা হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা। iPhone এর 2TB ভ্যারিয়েন্টের দাম ২ লক্ষ ২৯ হাজার ৯০০ টাকা।
 

  • 6/13

iPhone 17 হল অ্যাপল এর প্রথম ভ্যানিলা iPhone, যাতে মিলবে 120Hz ProMotion ডিসপ্লে। iPhone 16 এ শুধুমাত্র 60Hz ডিসপ্লে রয়েছে। 
 

  • 7/13

iPhone 17 এর ডিসপ্লেতে মিলছে সেরামিক শিল্ড ২ প্রোটেকশন। অ্যাপল এর দাবি স্ক্র্যাচ রিসেস্ট্যান্স  iPhone 16 এর চেয়ে ৩ গুণ ভাল। পারফর্ম্যান্সও সর্বোচ্চ লেভেলের হবে।  
 

  • 8/13

iPhone 17 এ ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, প্রো মডেলেও একই থাকবে। iPhone 16 এ যেখানে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। 
 

  • 9/13

iPhone এ No Cost EMI অফার দিচ্ছে বেশির ভাগ প্রথমসারির ব্যাঙ্ক। আমেরিকান এক্সপ্রেস, অ্যাক্সিস ব্যাঙ্ক ও ICICI ব্যাঙ্কের কার্ডে কিনলে মিলবে ১০ হাজার টাকা ক্যাশব্যাক।  
 

  • 10/13

iPhone 17 Pro ও iPhone 17 Pro Max মিলবে No Cost EMI এ। ২১ হাজার ৬৫০ টাকা প্রতি মাসে EMI পড়বে। অথবা ফ্ল্যাট ১ লক্ষ ৩৪ হাজার ৯০০ টাকায় পেয়ে যাবেন।
 

  • 11/13

iPhone Air কিনলে প্রতিমাসে ১৯ হাজার ১৫০ টাকা EMI তে পেয়ে যাবেন। সঙ্গে ক্যাশব্যাক ও No Cost EMI।  iPhone 17 কিনলে ন্যূনতম EMI হতে পারে ১২ হাজার ৯৮৩ টাকা। সঙ্গে ক্যাশব্যাক ও No Cost EM। 
 

  • 12/13

পুরনো iPhone  এক্সচেঞ্জ করলেও বড় ছাড় দিচ্ছে অ্যাপল। সে ক্ষেত্রে অ্যাপল স্টোরে ৬৪ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারে। সঙ্গে EMI অপশনও।  
 

  • 13/13

HDFC Bank, ICICI Bank, SBI Card, Bajaj Finance এ পুরনো iPhone এক্সচেঞ্জ করে নতুন iPhone 17 নিলে ৭ হাজার টাকা পর্যন্ত বোনাস ও ২৪ মাসের নো কস্ট EMI অফার রয়েছে।  Croma  যেমন iPhone 17 এ ফ্ল্যাট ৬ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে। অফলাইন ও অনলাইনে পাওয়া যাবে।  iPhone Air, Pro এবং Pro Max এ ICICI ব্যাঙ্কের কার্ড যাঁদের আছে,তাঁরা ক্যাশব্যাক অপশন পাবেন, সহজলভ্য EMI অফারও থাকছে।

Advertisement
Advertisement