Advertisement

টেক

Jio New Prepaid Plans: ওয়ার্ক ফ্রম হোমের জন্য অতিরিক্ত ডেটার জোড়া প্ল্যান আনল Jio, কী সুবিধা?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Mar 2022,
  • Updated 6:08 PM IST
  • 1/6

দু'টি নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করল রিলায়েন্স জিও। ওয়ার্ক ফ্রম হোম যাঁরা করছেন তাঁদের জন্য এই প্রিপেড প্ল্যান আনা হয়েছে। জোড়া প্রিপেড প্ল্যানকে ৪জিবি ভাউটার ক্যাটগরিতে  রেখেছে সংস্থা। 

  • 2/6

নতুন প্রিপেড প্ল্যানে খরচ পড়ছে ২৮৭৮ এবং ২৯৯৮ টাকা। দীর্ঘকালীন প্ল্যান চাইলে এটা ভাল বিকল্প হতে পারে। এটা শুধু ডেটা প্যাক। কল বা এসএমএসের সুবিধা পাবেন না। 
 

  • 3/6

Reliance Jio-র ২৮৭৮ টাকার প্রিপেড প্ল্যান

রিলায়েন্স জিও-র ২৮৭৮ টাকার প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিনের। প্রতিদিন পাবেন ২ জিবি করে ডেটা। অর্থাৎ মোট ৭৩০ জিবি ডেটা মিলছে বছরে। হাইস্পিড ডেটা শেষ হলে ইন্টারনেটে গতি কমে হবে ৬৪ কেবিপিএস। 
 

  • 4/6

Reliance Jio-র ২৯৯৮ টাকার প্রিপেড প্ল্যান

এই প্ল্যান অনেকটা দামি। প্রতিদিন পাবেন ২.৫ জিবি করে ডেটা। মেয়াদ ৩৬৫ দিনের। 

  • 5/6

হাইস্পিড ডেটা শেষ হওয়ার পর ৬৪ কেবিপিএস হয়ে যাবে ইন্টারনেটের গতি। যাঁদের কাজের জন্য ডেটার দরকার তাঁদের জন্য এটা আদর্শ প্ল্যান। 
 

  • 6/6

বর্তমান প্ল্যানের সঙ্গে এটি অ্যাক্টিভেট করতে পারবেন। অর্থাৎ বর্তমান প্ল্যানের ডেটা শেষ হওয়ার পর এটি অ্যাক্টিভেট হয়ে যাবে আপনাআপনি। MyJio অ্যাপ বা Reliance Jio-র ওয়েবসাইটে গিয়ে রিচার্জ করতে পারেন। 
 

Advertisement
Advertisement