Advertisement

টেক

New Alto: বদলে যাচ্ছে অল্টো, নতুন লুকের সঙ্গে ফাটাফাটি ফিচার, কবে লঞ্চ?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Jul 2022,
  • Updated 9:01 PM IST
  • 1/7

বাজারে নতুন প্রজন্মের Alto লঞ্চ করতে চলেছে Maruti Suzuki India Limited (MSIL)। আগামী মাসেই অল্টোর নতুন সংস্করণ আসতে পারে বলে খবর। এন্ট্রি-লেভেল হ্যাচব্যাক Alto মারুতির সর্বাধিক বিক্রিত গাড়ি। অগাস্টে সংস্থা নতুন কমপ্যাক্ট SUV Grand Vitara-এর দামও ঘোষণা করতে পারে। 

  • 2/7

ফেসলিফ্টেড Ertiga এবং XL6-র পাশাপাশি অল্টোর আমূল বদল করে বাজারে নিজেদের অবস্থান পোক্ত করতে চাইছে Maruti Suzuki। ইতিমধ্যেই আপডেটেড Baleno, New Brezza এবং New-generation Celerio বাজারে এসেছে। এবার অল্টোকেও নতুনভাবে আনা হচ্ছে। 

  • 3/7

আগামী প্রজন্মের Alto 2022 Maruti Suzuki-এর লাইটওয়েট HEARTECT প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে। S-Presso, Wagon R এবং Celerio-এর মতো জনপ্রিয় হ্যাচব্যাকগুলি এই প্ল্যাটফর্মেই নির্মিত। নতুন অল্টো মডেলটি পুরোনো সংস্করণের চেয়ে বড় হতে চলেছে। ভিতরে জায়গাও অনেকটা থাকবে। 

  • 4/7

অল্টোর নয়া সংস্করণের গড়নও অনেকটা নতুন সেলেরিওর মতোই হতে পারে। নতুন অল্টোয় থাকছে আপডেটেড ইন্সট্রুমেন্ট কনসোল, একটি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং স্টিয়ারিং-মাউন্টেড কন্ট্রোল।

  • 5/7

আগামী ১৮ আগস্ট নতুন Alto লঞ্চ করতে পারে মারুতি। সামনে রয়েছে বড় গ্রিল, নতুন হেডল্যাম্প এবং বাম্পার। নতুন টেললাইটও থাকছে। পাশাপাশি বিশেষ রিয়ার প্রোফাইল এবং নতুন রুফলাইনও দেখা যাবে অল্টোতে।

  • 6/7

নতুন ফিচার হিসেবে দেওয়া হয়েছে - ড্যাশবোর্ড, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে সাপোর্ট, কী-লেস এন্ট্রি, পুশ বটন, স্টার্ট স্টপ বটন ইত্যদি।

  • 7/7

নতুন অল্টোয় ১.০ লিটার K10C ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। রয়েছে ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় ট্রান্সমিশন অপশন। 
 

Advertisement
Advertisement