Advertisement

টেক

Ola-র কামাল করা স্কুটার, মাত্র ১ টাকা খরচে চলবে ৪ কিমি: বদলানো যাবে স্ক্রিনও

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 22 Oct 2022,
  • Updated 7:25 PM IST
  • 1/10

দিওয়ালির মধ্যেই ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি ওলা ইলেকট্রিক নিজের নতুন ইলেকট্রিক স্কুটার ওলা এসওয়ান এয়ার (Ola S1 Air) লঞ্চ করে দিয়েছে। কোম্পানির কর্তা ভাবিশ আগরওয়াল এই স্কুটারের ডিটেল শেয়ার করে জানিয়ে দিয়েছেন যে, এটি ২৫ পয়সাতে ১ কিলোমিটার যাবে। অর্থাৎ ১ টাকা খরচ করলে ৪ কিলোমিটার পর্যন্ত পৌঁছবে স্কুটার।

  • 2/10

Ola S1 এর চেয়ে আরও দাম কম

ওলা এস ওয়ান এয়ার কোম্পানির ফ্ল্যাগশিপ প্রোডাক্ট ওলা এস ওয়ান এর বেস এর ওপরই তৈরি করা হয়েছে। যদিও এর দাম বেস গাড়ির চেয়ে কম রাখা হয়েছে। কোম্পানি Ola S1 এয়ার মাত্র ৮৪ হাজার ৯৯৯ টাকায় লঞ্চ করেছে।

  • 3/10

সেখানে দিওয়ালির জন্য এটি ২৪ অক্টোবর পর্যন্ত একটি বিশেষ অফারেও পাওয়া যাবে। আপাতত এর জন্য আপনাকে শুধুমাত্র ৭৯ হাজার ৯৯৯ টাকা দিতে হবে।

  • 4/10

তবে আপনি যদি বুকিং করতে চান, তাহলে আপনাকে খরচ করতে হবে মাত্র ৯৯৯ টাকা। সেখানে আপনি ৯৯৯ টাকার রিজার্ভ করে রাখতে পারবেন।

  • 5/10

১০০ কিলোমিটারের বেশি রেঞ্জ 

কোম্পানির দাবি Ola S1 Air সিঙ্গেল চার্জে ইকো মোডে 101 কিলোমিটারের বেশি দূরত্ব পর্যন্ত যেতে পারবে। এর সর্বোচ্চ স্পিড ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা। সেখানে এটি শূন্য থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড তুলতে পারবে ৪.৩ সেকেন্ডের মধ্যে।

  • 6/10

এই স্কুটারের ওজন মাত্র ৯৯ কেজি। কোম্পানি এতে ৪.৫ KW ইলেক্ট্রিক মোটর দিয়েছে। এর মধ্যে ২.৫ KWH এর ব্যাটারি ও প্যাকও দেওয়া হয়েছে। এই স্কুটার তিনটি রাইড মোডে দেওয়া হয়েছে। ইকো, নরমাল এবং স্পোর্টস মোডে পাওয়া যাবে স্কুটারটি।

  • 7/10

৩৪ লিটারের স্টোরেজ এবং অন্যান্য ফিচার

Ola S1 Air-এ কোম্পানি ৩৪ লিটারের আন্ডার সিট স্টোরেজ দিয়েছে। সঙ্গে আপনি আপনার স্কুটারের স্ক্রিন, সাউন্ড নিজের মুড অনুযায়ী বদলাতে পারবেন।
 

  • 8/10

এই স্কুটারে 10w এর একটি স্পিকার দেওয়া হয়েছে। যা আপনাকে যে কোনও পার্টি বা পিকনিকে মিউজিক বক্সের বিকল্প হিসেবে আনন্দ দেবে।এছাড়া প্লেট ফুটবোর্ড, স্কাল্পটেড সিট, টুইন রিয়ার সাসপেনশন এবং ফ্রন্ট টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন দেওয়া হয়েছে। 

  • 9/10

ওলা এস ওয়ান এয়ার ফুল চার্জ হতে সাড়ে চার ঘন্টা সময় লাগবে। কোম্পানি এই স্কুটার পাঁচটি রংয়ে বাজারে নিয়ে আসছে। নিও মিন্ট, জেট ব্ল্যাক, কোরাল গ্ল্য়াম পোর্সেলিন হোয়াইট এবং লিকুইড সিলভার।

  • 10/10

আগামী বছর হবে ডেলিভারি

Ola S1 Air পারচেজ উইনডো ফেব্রুয়ারি ২০২৩-এ খুলবে। সেখানে এপ্রিল ২০২৩ এর মধ্যে ডেলিভারি শুরু হবে বলে কোম্পানির তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement