বিক্রির প্রথম দিন মারাত্মক সাড়া পেল Ola Scooter। সংস্থা জানিয়েছে ১৫ সেপ্টেম্বর তাদের প্রায় ৬০০ কোটি টাকার স্কুটার বিক্রি হয়েছে।
সংস্থার দাবি প্রতি সেকেন্ডে বিক্রি হয়েছে ৪টি করে স্কুটার। বুধবার থেকে শুরু হয়েছে এই সেল। চলবে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত।
সংস্থা জানিয়েছে, স্কুটার কেনার জন্য ৪৯৯ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যারা রেজিস্ট্রেশন করেছে তাঁদের কাছেই স্কুটার বিক্রি করা হচ্ছে।
জানা গিয়েছে, প্রায় ১ লাখের বেশি ওলা স্কুটার বুকিং করা হয়েছে। যা একপ্রকার রেকর্ড বলা যায়।
আপাতত Ola Scooter বিক্রির জন্য ২টি মডেল এনেছে সংস্থা। Ola S1 এবং Ola S1 Pro।
Ola S1 এর দাম শুরু ৯৯,৯৯৯ টাকা এবং Ola S1 Pro এর দাম ১,২৯,৯৯৯ টাকা।