Advertisement

টেক

PUBG Mobile ভারতে ফিরছে? এখানে মিলছে ইঙ্গিত!

Aajtak Bangla
  • 10 Apr 2021,
  • Updated 11:28 PM IST
  • 1/6

ভারতে কি ফিরবে পাবজি। বাড়ছে জল্পনা। কয়েকদিন আগেই এক ইউটিউবার দাবি করেছিলেন দু মাসের মধ্যে ফিরতে পারে পাবজি। এদিন দেখা গেল পাবজি সংস্থা LinkedIn এ চাকরির জন্য অফার দিয়েছে। ভারতের জন্য গেমিং প্রোডাক্ট ম্যানেজারের সন্ধান করছে দক্ষিণ কোরিয়ায় এই গেমিং সংস্থা। 

  • 2/6

তালিকা অনুযায়ী, কোম্পানি এমন একজনের সন্ধান করছে যার গেমিং প্রোডাক্ট ম্যানেজারের কাজের ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি স্থানীয় মার্কেট সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। 

  • 3/6

শিক্ষাগত যোগ্যতা হিসাবে আবেদনকারীকে কোনও বৈধ ইনস্টিটিউট থেকে  ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি বা ব্যবসায় স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়া ডিজাইন ও অ্যানালিটিক্যাল কাজে দক্ষ থাকতে হবে। পাশাপাশি তাকে মোবাই ও পিসির রেগুলার প্লেয়ার হতে হবে। 

  • 4/6

এই কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ ফিচার যোগ করা। পাবজি গেমে বিভিন্ন আপডেট আসে। প্রত্যেক আপডেটেই নয়া নয়া ফিচার যোগ হয়। তাই এই পদে যিনি থাকবে এই বিষয়েও ভাবনা চিন্তা করতে হবে। 

  • 5/6

কয়েকদিন আগেই বিখ্যাত পাবজি প্লেয়ার ও কয়েকজন ইউটিউবার দাবি করেছিলেন, দু মাসের মধ্যে স্বমহিমায় ফিরবে পাবজি। কেন্দ্রীয় সরকার থেকে নাকি সবুজ সংকেত পেয়ে গিয়েছে। যদিও এখনও কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক কিংবা পাবজির তরফ থেকে কোনও ঘোষণা করা হয়নি  এ বিষয়ে।

  • 6/6

যদিও এই চাকরির বিজ্ঞাপনের পরেই জল্পনা শুরু হয়েছে। পাবজি বর্তমানে এখনও ভারতে নিষিদ্ধ। প্রশ্ন উঠছে, তবে কি সরকার এই গেমটিকে ফের ভারতে চালু করার বিষয়ে অনুমতি দিচ্ছে। উত্তর পাওয়া যাবে কয়েকদিনের মধ্যেই। 

Advertisement
Advertisement