ভারতে ব্যান PUBG মোবাইল। তবে আগামিকাল বৃহস্পতিবার লঞ্চ হচ্ছে নতুন এক PUBG। PUBG New State নামে এই গেমটির জন্য সংস্থার তরফে আগে থেকেই রেজিস্ট্রেশান করা শুরু হয়ে গিয়েছিল। (ছবি সূত্র - গেটি)
এদেশে PUBG মোবাইল ব্যান হওয়ার পর ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া (BGMI) লঞ্চ করেছিল সংস্থা। আর এবার সংস্থার তরফে PUBG New State লঞ্চ করা হবে। আর শুধু ভারতেই নয়, আরও বেশকিছু দেশে লঞ্চ করা হচ্ছে নয়া এই গেমটি।
অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে এই গেমটির জন্য আগে থেকেই রেজিস্ট্রেশান শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে এই গেমটি ডাউনলোড করতে পারবেন ইউজাররা। (ছবি সূত্র-গেটি)
তবে এখনও জানা যাচ্ছে না যে ঠিক কখন লঞ্চ করা হবে গেমটি। যাঁরা ইতিমধ্যেই গেমটির জন্য রেজিস্ট্রেশান করিয়েছেন এবং অটো ডাউনলোড সিলেক্ট করে রেখেছেন তাঁদের ফোনে নিজে থেকেই ডাউনলোড হয়ে যাবে গেমটি।
PUBG New State-এ রয়েছে ফিউচার সেটআপ। এখানে ফিউচারিস্টিক অস্ত্র দেখা যাবে। তাছাড়া ড্রোনের বেশকিছু ব্যবহার এই গেমে করা হয়েছে। (ছবি সূত্র - গেটি)
এই গেমটিকেও দক্ষিণ কোরিয়ার সংস্থা Krafton Inc বানিয়েছে। মোট ১৭টি ভাষায় লঞ্চ করা হচ্ছে গেমটি। এটি খেলার জন্য আপনিও অ্যাপল অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরে গিয়ে রেজিস্টার করতে পারেন। (ছবি সূত্র - গেটি)
এই গেমে ওয়েপনস কাস্টমাইজেশনের জন্য বিশেষভাবে বেশকিছু ফিচার্স দেওয়া হয়েছে। তাছাড়া গেমের গ্রাফিক্সও বিশেষভাবে তৈরি করা হয়েছে। এখন দেখার ভারতে কতটা জনপ্রিয় হয় এই গেম। (ছবি সূত্র-গেটি)