Advertisement

টেক

ভারতে লঞ্চ Realme 9i, জেনে নিন দুর্দান্ত ফিচারগুলি

Aajtak Bangla
  • দিল্লি,
  • 18 Jan 2022,
  • Updated 1:34 PM IST
  • 1/6

ভারতে লঞ্চ Realme 9i। Realme-এর স্মার্টফোনটি গত সপ্তাহে ভিয়েতনামে লঞ্চ করা হয়। Realme 8i-এর পরবর্তী ভার্সান হিসেবে আনা হয়েছে এই ফোনটি। 
 

  • 2/6

এই ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়র ক্যামেরা সেট-আপ। তাছাড়াও দেওয়া হয়েছে  অক্টা-কোর Qualcomm Snapdragon 680 প্রসেসার। রয়েছে 33W ফাস্ট চার্জিং সাপোর্টও। 

  • 3/6

লঞ্চ ইভেন্টটি ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে লাইভ স্ট্রিমিং-এর ব্যবস্থা করা হয়। 
 

  • 4/6

ভিয়েতনামে ফোনটির 6GB Ram ও 128GB স্টোরেজ যুক্ত ভ্যারিয়ান্টের দাম করা হয়েছে  VND ৬,২৯০,০০০। ভারতী মুদ্রায় যার দাম প্রায় ২০,৬০০ টাকা। 
 

  • 5/6

ফোনটির ইন্ডিয়ান ভ্যারিয়ান্টটি ভিয়েতনামের ভ্যারিয়ান্টের মতোই হবে। Android 11 বেসড এই ফোনে  Realme UI 2.0 দেওয়া হয়েছে। রয়েছে ৬.৬ ইঞ্চি আইপিএস স্ক্রিন ও  90Hz রিফ্রেশ রেট। 

  • 6/6

এতে প্রাইমারি রিয়র ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। তাছাড়াও ফোনটিতে রয়েছে 128GB মেমরি এবং 5,000mAh ব্যাটারি। 

Advertisement
Advertisement