ভারতে লঞ্চ Realme 9i। Realme-এর স্মার্টফোনটি গত সপ্তাহে ভিয়েতনামে লঞ্চ করা হয়। Realme 8i-এর পরবর্তী ভার্সান হিসেবে আনা হয়েছে এই ফোনটি।
এই ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়র ক্যামেরা সেট-আপ। তাছাড়াও দেওয়া হয়েছে অক্টা-কোর Qualcomm Snapdragon 680 প্রসেসার। রয়েছে 33W ফাস্ট চার্জিং সাপোর্টও।
লঞ্চ ইভেন্টটি ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে লাইভ স্ট্রিমিং-এর ব্যবস্থা করা হয়।
ভিয়েতনামে ফোনটির 6GB Ram ও 128GB স্টোরেজ যুক্ত ভ্যারিয়ান্টের দাম করা হয়েছে VND ৬,২৯০,০০০। ভারতী মুদ্রায় যার দাম প্রায় ২০,৬০০ টাকা।
ফোনটির ইন্ডিয়ান ভ্যারিয়ান্টটি ভিয়েতনামের ভ্যারিয়ান্টের মতোই হবে। Android 11 বেসড এই ফোনে Realme UI 2.0 দেওয়া হয়েছে। রয়েছে ৬.৬ ইঞ্চি আইপিএস স্ক্রিন ও 90Hz রিফ্রেশ রেট।
এতে প্রাইমারি রিয়র ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। তাছাড়াও ফোনটিতে রয়েছে 128GB মেমরি এবং 5,000mAh ব্যাটারি।