সম্প্রতি তাদের প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে Reliance Jio। তারপর কিছু নতুন প্ল্যানও আনছে তারা। কিছু দিন আগে ১১৯ টাকার একটি প্ল্যান লঞ্চ করে জিও। এবার মাত্র ১ টাকার একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে জিও।
এই প্ল্যানটি Jio-এর মোবাইল অ্যাপে থাকলেও, এই প্যাকটি ওয়েবসাইটে এখনও তালিকাভুক্ত হয়নি। Others Plans অপশনে গিয়ে এটি দেখতে পাবেন।
Reliance Jio-র এই নতুন ১ টাকার প্ল্যানে পাবেন 100MB ডেটা। যার বৈধতা ৩০ দিন। এটি দশবার রিচার্জ করলে আপনি পেতে পারেন প্রায় 1GB ডেটা।
অর্থাৎ, মাত্র ১০ টাকায় ৩০ দিনের জন্য 1GB ডেটার সুবিধা নিতে পারবেন। এছাড়াও, এদের ১৫ টাকা মূল্যের 1GB 4G ডেটা ভাউচারটিও বেশ সাশ্রয়ী। শুল্ক বৃদ্ধির পরে, Jio ১৫ টাকায় 1GB ডেটা দিচ্ছে। যাতে 100MB ডেটা শেষ হয়ে যাওয়ার পরে, গতি কমে যাবে 64Kbps-এ।
Jio এর এই ১ টাকার প্রিপেড প্ল্যানটি বর্তমানে দেশের সবচেয়ে সস্তা প্রিপেড প্ল্যান। যা নিম্ন-আয়ের শ্রেণীর লোকেদের জন্য একটি দুর্দান্ত পরিকল্পনা অথবা হঠাৎ প্রয়োজনের সময় ডেটা কিনতে এটি কেনা যেতে পারে। গ্রাহকদের ৩০ দিনের জন্য 100MB ডেটা দেওয়া হয়।
এই পরিস্থিতিতে, যদি কারও 400MB ডেটার প্রয়োজন হয়, তবে তারা এই প্ল্যানের মাধ্যমে চারবার রিচার্জ করতে পারবেন। এর ফলে তাদের বেশি ডাটা সহ প্যাক নিতে হবে না। এইমুহূর্তে অন্য কোনও টেলিকম কোম্পানি বর্তমানে তাদের গ্রাহকদের এত সস্তা প্যাক দিচ্ছে না।