Advertisement

টেক

দুর্দান্ত ক্যামেরা-ফাস্ট চার্জিং নিয়ে Samsung-এর নয়া ফোন, দাম কত?

Aajtak Bangla
  • 21 Jul 2021,
  • Updated 5:02 PM IST
  • 1/6

Samsung Galaxy M21 2021 Edition ভারতে চালু করেছে। এটিই এই সংস্থার লেটেস্ট বাজেটের স্মার্টফোন। এই নতুন মডেলটি গত বছর চালু হওয়া গ্যালাক্সি এম ২১ এর কিছুটা আপগ্রেড সংস্করণ। ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৬ হাজার এমএএইচ ব্যাটারি রয়েছে। নতুন ফোনটি রেডমি নোট ১০  এবং রিয়েলমি নারজো ৩০ এর মতো ফোনের সঙ্গে প্রতিযোগিতা করবে।

  • 2/6

Samsung Galaxy M21 2021 Editionটি 4GB + 64GB সেটটির দাম ১২,৪৯৯ টাকা এবং 6GB + 128GB সেটটির দাম ১৪,৪৯৯ টাকা। এটি আর্টিক ব্লু এবং চারকোল ব্ল্যাক কালার অপশনে বাজারে এসেছে। 

  • 3/6

আমাজনের প্রাইম ডে বিক্রির আওতায় গ্রাহকরা ২৬শে জুলাই সকাল ১২টা থেকে এই ফোনটি কিনতে পারবেন। পাশাপাশি স্যামসং-এর অনলাইন স্টোর এবং খুচরো বিক্রেতাদের কাছ থেকেও এই ফোনটি কেনা যাবে।  HDFC ব্যাঙ্কের কার্ডে কেনাকাটা করলে গ্রাহকরা ১০ শতাংশ ছাড় পাবেন। 

  • 4/6

ফোনটিতে ডুয়াল-সিম সার্পোট রয়েছে। মোবাইটি অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক One UI Core চলে এবং এতে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি + (১,০৮০x ২,৩৪০ পিক্সেল) সুপার AMOLED ইনফিনিটি-ইউ ডিসপ্লে রয়েছে। স্যামসংয়ের এই নতুন স্মার্টফোনটিতে Mali-G72 MP3 GPU এবং 6 জিবি এলপিডিডিআর 4 এক্স র‌্যামের সঙ্গে অক্টা-কোর এক্সনোস ৯৬১১ প্রসেসর রয়েছে।

  • 5/6

মোবাইলটির এর পিছনে ৪৮এমপি প্রাথমিক ক্যামেরা, 8 এমপি আল্ট্রা-ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং ৫ এমপি ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। মোবাইলটির সামনে সেলফির জন্য ২০ এমপি ক্যামেরা রয়েছে। 

  • 6/6

এই নতুন স্মার্টফোনটির মেমরি ১২৮ গিগাবাইট পর্যন্ত রয়েছে, যা কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। সঙ্গে রয়েছে দ্রুত চার্জিং পাওয়ারও।

Advertisement
Advertisement