Advertisement

টেক

Smart Ring: স্মার্টওয়াচ অতীত! বাজার কাঁপাতে স্মার্টরিং আনছে Boat, Noise

Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Aug 2023,
  • Updated 3:59 PM IST
  • 1/10

গত ২-৩ বছরে স্মার্টওয়াচ ক্রমেই জনপ্রিয় হয়েছে। সেই স্মার্টওয়াচের পর এবার আসছে স্মার্ট রিং।
 

  • 2/10

হ্যাঁ, ঘড়ির পর এবার আংটিকেও স্মার্ট করে তোলা হচ্ছে। স্মার্টওয়াচের মতোই ফিচার মিলবে আঙুলের আংটিতে। 
 

  • 3/10

এতদিন ভাগ্য ফেরাতে বা সম্পর্কের প্রতীক হিসাবেই আংটি পরতেন সকলে। ফ্যাশনের জন্যও আংটি পরা হয়। সেই আংটিই এবার স্মার্ট হয়ে উঠছে।
 

  • 4/10

স্মার্টওয়াচের প্রায় সমস্ত ফিটনেস ফিচার্সই পাবেন এই স্মার্টরিং-এ।
 

  • 5/10

সম্প্রতি Noise তাদের প্রথম স্মার্টরিং লুনা লঞ্চ করেছে। তবে এখনও তার দাম ঘোষণা করা হয়নি। এতে ফিটনেস সম্পর্কিত বেশ কিছু ফিচার পাবেন। 
 

  • 6/10

রিং-এর মাধ্যমেই হার্ট রেট, তাপমাত্রা এবং SpO2-র মতো ফিচার পাবেন। টাইটেনিয়াম বডি দিয়ে এই রিং তৈরি করা হয়েছে।
 

  • 7/10

রিংয়ে ওয়্যারলেস চার্জিংয়ের মতো ফিচার পাবেন। শুধু নয়েজই নয়, Boat-ও তাদের স্মার্ট রিং টিজ করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি বাজারে আসতে পারে। 
 

  • 8/10

এতেও স্মার্টওয়াচের প্রায় সমস্ত ফিটনেস ফিচার্স পাবেন। স্মার্টওয়াচের চল বাড়ার অন্যতম কারণ হল এই ফিটনেস ট্র্যাকিং। সেটিই এবার আংটিতে এসে যাচ্ছে। 
 

  • 9/10

অনেকেই মনে করছেন, স্মার্টওয়াচের সমস্ত কাজই যদি একটি রিং দিয়ে মিটে যায়, সেক্ষেত্রে ট্রেন্ড বদলে যেতে পারে। এমনিতেই স্মার্টওয়াচ সব প্রায় একই ধরণের দেখতে হয়। ফলে ঘড়ির বিষয়ে শৌখিন ব্যক্তিরা অনেকে ডিজিটাল বা অ্যানালগের দিকে ঝুঁকছেন। 
 

  • 10/10

তবে একদিনেই এটি বাজারে প্রভাব ফেলবে, এমনটাও নয়। সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছাতে কিছুটা হলেও সময় লাগবে। এখনও পর্যন্ত স্মার্ট রিংয়ের দামও প্রকাশ পায়নি। তাই দামও একটি বড় ফ্যাক্টর হবে বলে মনে করা হচ্ছে। 
 

Advertisement
Advertisement