Advertisement

টেক

PUBG বন্ধ! বিকল্প হিসাবে রয়েছে এই ৫ গেম

Aajtak Bangla
Aajtak Bangla
  • 08 Nov 2020,
  • Updated 4:54 PM IST
  • 1/6

নিষিদ্ধ হয়ে যাওয়ার পরে ভারত থেকে সমস্ত সার্ভার বন্ধ করে দিয়েছে পাবজি। অক্টোবরের ৩১ তারিখের পর ভারতে আর কোনওভাবেই খেলা যাবে না পাবজি। এমন অবস্থায় যে পাঁচটি গেম আপনার কাছে পাবজির জায়গা করে নিতে পারে।  প্রতীকী ছবি- ইন্ডিয়া টুডে

  • 2/6

 তালিকায় প্রথমেই আসে ফ্রি ফায়ার। পাবজির সঙ্গে সামঞ্জস্য রেখে এই গেমটিকে আনা হয়েছে। পাবজি প্রেমীরা সম্পূর্ণ একই রশদ পাবেন এই গেমটিতে।  বর্তমানে এই গেমটি খুব জনপ্রিয় হয়েছে। ডাউনলোড সংখ্যাও দিন দিন বাড়ছে। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায় গেমটি। প্রতীকী ছবি- ইন্ডিয়া টুডে

  • 3/6

কল অফ ডিউটি বিশ্বের গেমারদের কাছে নতুন নাম নয়। বহু বছর ধরেই পিসি ভার্সনে একের পর এক জনপ্রিয় গেমের সিরিজ নিয়ে এসেছে কল অফ ডিউটি। মোবাইলেও নিয়ে এসেছে কল অফ ডিউটি মোবাইল। দুর্দান্ত গ্রাফিক্স সহযোগে এই গেমটি ইদানিং খুব জনপ্রিয় রয়েছে। পাবজির মতোই এখানে পাবেন গাড়ি ও হরেক রকমে বন্দুকও। গুগল প্লে স্টোরে গেমটি রয়েছে। প্রতীকী ছবি- ইন্ডিয়া টুডে

  • 4/6

পাবজির মতো মিল রেখে তৈরি করা হয়েছে ফোর্টনাইট গেমটি। বর্তমানে এটি বেশ জনপ্রিয় রয়েছে। গেমটির বিভিন্ন ক্যারেক্টারের পোশাক সবার নজর কেড়েছে। তবে গুগল ও অ্যাপল প্লে স্টোরে গেমটি পাওয়া যায় না। এপিক গেম প্লে স্টোরে গেমটি পাওয়া যাচ্ছে। সেখানে থেকেই ডাউনলোড করা যায় গেমটি। প্রতীকী ছবি- ইন্ডিয়া টুডে

  • 5/6

ইনফিনিটি অপস বর্তমানে বেশ জনপ্রিয় হচ্ছে। গুগল প্লে স্টোরে গেমটি পাওয়া যাচ্ছে। গেমটি গ্রাফিক্স কোয়ালিটি সবার নজর কেড়েছে। পাবজির প্রতীকী ছবি- ইন্ডিয়া টুডে

  • 6/6

ব্যাটলফিল্ডস ব়য়্যালও এখন দিন দিন ডাউনলোড হচ্ছে। শ্যুটিং গেম যারা পছন্দ করেন, তাদের জন্য গেমটি সেরা। গুগল প্লে স্টোরি গেমটি পাওয়া যাচ্ছ। প্রতীকী ছবি-এপি

Advertisement
Advertisement