বিশ্ব বাজারে বেশ জনপ্রিয় একটি ব্র্যান্ড Ducati। ভারতের বাজারেও Ducati-র বাইকের যথেষ্ট চাহিদা রয়েছে। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে দীপাবলির আগেই মঙ্গলবার ভারতের বাজারে লঞ্চ হল Ducati-র প্রথম BS6 বাইক Multistrada 950S!
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি, মুম্বই, কলকাতা, পুনে, বেঙ্গালুরু-সহ দেশের একাধিক বড় শহরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই বাইকের প্রি বুকিং।
Ducati Multistrada 950S বাইকে রয়েছে ৯৩৭ সিসির শক্তিশালী টুইন টেস্টা স্ট্রেট্টা ইঞ্জিন। এই ইঞ্জিন ৯০০০ আরপিএমে ১১৩ এইচপি গতি এবং ৭৭৫০ আরপিএমে ৯৬ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম।
Ducati Multistrada 950S বাইকে রয়েছে ৩২০ মিমি এবং ২৬৫ মিমি ডিস্ক ব্রেকের সুবিধা। এছাড়া এই বাইকে রয়েছে এবিএস করনারিং ও চার ধরনের রাইডিং মোড।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, Ducati Multistrada 950S বাইকে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স। আপাতত লাল রঙেই মিলবে Ducati Multistrada 950S বাইক। দিল্লিতে এই বাইকের এক্স শো রুম দাম ১৫ লক্ষ ৪৯ হাজার টাকা।