Advertisement

ইউটিলিটি

ভারতে লঞ্চ হল Ducati-র প্রথম BS6 বাইক Multistrada 950S!

Aajtak Bangla
  • 10 Nov 2020,
  • Updated 6:06 PM IST
  • 1/5

বিশ্ব বাজারে বেশ জনপ্রিয় একটি ব্র্যান্ড Ducati। ভারতের বাজারেও Ducati-র বাইকের যথেষ্ট চাহিদা রয়েছে। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে দীপাবলির আগেই মঙ্গলবার ভারতের বাজারে লঞ্চ হল Ducati-র প্রথম BS6 বাইক Multistrada 950S!

  • 2/5

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি, মুম্বই, কলকাতা, পুনে, বেঙ্গালুরু-সহ দেশের একাধিক বড় শহরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই বাইকের প্রি বুকিং।

  • 3/5

Ducati Multistrada 950S বাইকে রয়েছে ৯৩৭ সিসির শক্তিশালী টুইন টেস্টা স্ট্রেট্টা ইঞ্জিন। এই ইঞ্জিন ৯০০০ আরপিএমে ১১৩ এইচপি গতি এবং ৭৭৫০ আরপিএমে ৯৬ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম।

  • 4/5

Ducati Multistrada 950S বাইকে রয়েছে ৩২০ মিমি এবং ২৬৫ মিমি ডিস্ক ব্রেকের সুবিধা। এছাড়া এই বাইকে রয়েছে এবিএস করনারিং ও চার ধরনের রাইডিং মোড।

  • 5/5

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, Ducati Multistrada 950S বাইকে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স। আপাতত লাল রঙেই মিলবে Ducati Multistrada 950S বাইক। দিল্লিতে এই বাইকের এক্স শো রুম দাম ১৫ লক্ষ ৪৯ হাজার টাকা।

Advertisement
Advertisement