Advertisement

টেক

TRAI Report : অগাস্টে সবথেকে বেশ গ্রাহক টেনেছে Jio, খুইয়েছে VI, BSNL

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 22 Oct 2021,
  • Updated 6:24 PM IST
  • 1/12

TRAI Report: ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) আর বিএসএনএল (BSNL)-এর জন্য অগাস্ট মাসটা ভাল গেল না। কারণ তাদের অয়্যারলেস সাবস্ক্রাইবার সেগমেন্টে গ্রাহক সংখ্যা কমেছে। ট্রাই (TRAI)-এর এক রিপোর্ট থেকে এ কথা জানা গিয়েছে।

  • 2/12

এর মধ্যে রিলায়েন্স জিও (Jio) নিজেদের ব্যবসা বাড়িয়েছে। বেড়েছে তাদের গ্রাহক সংখ্যা। ভারতী এয়ারটেল (Airtel)-ও গ্রাহক সংখ্যা বাড়াতে পেরেছে। তবে সেই সংখ্যা জিওর কাছাকাছি নয়।

  • 3/12

ট্রাই (TRAI)-এর পরিসংখ্যান অনুসারে, রিলায়েন্স জিও (Jio) অগাস্ট মাসে ০.৬৪৬ মিলিয়ন অয়্যারললেস সাবস্ক্রাইবার আনতে পেরেছে। অন্যদিক ভারতী এয়ারটেলের ক্ষেত্রে সেই সংখ্যা ০.১৩৮ মিলিয়ন। 

  • 4/12

ওই রিপোর্ট দেখে আরও অনেক তথ্য পাওয়া যাচ্ছে। যেমন, বাজারে জুলাইয়ের তুলনায় জিও (Jio)-র অয়্যারলেস সাবস্ক্রাইবের সংখ্যা ৩৭.৩৪ শতাংশ থেকে বেড়ে ৩৭.৪০ শতাংশ হয়েছে।

  • 5/12

জিওর পর ভারতী এয়ারটেল (Airtel) একমাত্র টেলিকম সংস্থা যারা অগাস্ট মাসে ০.১৩৮ মিলিয়ন সাবস্ক্রাইবারকে নিজেদের পরিষেবার তালিকাভুক্ত করতে পেরেছে। 

  • 6/12

জুলাই মাসের তুলনায় এয়ারটেলের বাজারি অংশীদারিত্বের ভাগ ২৯.৮৩ শতাংশ থেকে বেড়ে ২৯.৮৫ হয়েছে।

  • 7/12

এবার দেখা যাক বাকিদের কী অবস্থা। ট্রাই (TRAI)-এর রিপোর্ট বলছে, ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) জুলাইয়ের তুলনায় অগাস্টে কম অয়্যারলেস সাবস্ক্রাইবার যুক্ত করতে পেরেছে। মানে তারা গ্রাহক হারিয়েছে। অগাস্টে এই টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা ০.৮৩৩ মিলিয় অয়্যারলেস গ্রাহক খুইয়েছে।

  • 8/12

আর জুলাই মাসে ওই সংস্থা ১.৪৩ মিলিয়ন গ্রাহক হারিয়েছিল। 

  • 9/12

খারাপ গিয়েছে বিএসএনএল-এরও। অগাস্ট মাসে ৬০ হাজার ৪৩৯ জন অয়্যারলেস গ্রাহক কমেছে তাদের। 

  • 10/12

অগাস্ট মাসে ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)-র বাজারে দখল ছিল ২২.৮৪ শতাংশ। আর বিএসএনএলের ছিল ৯.৬৩ শতাংশ।

  • 11/12

এবার যদি ব্রডব্যান্ড সেগমেন্টের কথা বলি তো ট্রাই (TRAI)-এর রিপোর্ট বলছে, রিলায়ন্স জিও অগাস্ট মাসে ৪৪৭.৫৭ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। আর এর সঙ্গে সঙ্গে তারা বাজারে সবথেকে বড় অংশীদারি হয়ে উঠেছে।

  • 12/12

এরপরে রয়েছে এয়ারটেল (Airtel)। তাদের গ্রাহক সংখ্য়া ২০৫.৯৬ মিলিয়ন, ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) ১২৩.৫৩ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। এর পাশাপাশি বিএসএনএল (BSNL) ২৪.২৮ মিলিয়ন সাবস্ক্রাইবার আর এন্ট্রিয়া কনভার্জেন্স-এর ১.৯৫ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। 

Advertisement
Advertisement