Advertisement

টেক

WhatsApp-এর মেসেজে ৩টি রেড টিক মানে কেন্দ্র নজরদারি করছে?

Aajtak Bangla
  • 28 May 2021,
  • Updated 4:00 PM IST
  • 1/8

কেন্দ্রের নয়া ডিজিটাল নীতির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে WhatsApp। সংস্থার বক্তব্য, নতুন ডিজিটাল নীতি মানলে প্রতিটি মেসেজে নজরদারি চালাতে হবে। তাতে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হবে। 

  • 2/8

কেন্দ্রও পাল্টা জবাব দিয়েছে। কিন্তু এসবের মধ্যে ভাইরাল হয়েছে একটি মেসেজ।

  • 3/8

WhatsApp-এ ভাইরাল হওয়া ওই মেসেজে দাবি করা হচ্ছে, এবার কেন্দ্রীয় সরকার আপনার টেক্সটে নজরদারি চালাতে পারবে। হোয়াটসঅ্যাপে একটি ফিচার রয়েছে, যেখানে রিসিভার মেসেজ দেখলে দুটি ব্লু টিক চলে আসে। এই নিয়ে বক্তব্য, সরকার যদি আপনার মেসেজ পড়ে, তা হলে তিনটি ব্লু-টিক আসবে।

  • 4/8

প্রবল গতিতে ভাইরাল হওয়া মেসেজটি আসলে ফেক। মেসেজটিতে বলা হচ্ছে, হোয়াটসঅ্যাপ ওই ঘটনার তদন্ত শুরু করলে, তা হলে নাকি দুটি লাল বা রেড টিক চলে আসবে। এখানেই থামেনি। 
 

  • 5/8

ওই ফেক মেসেজে আরও দাবি, হোয়াটসঅ্যাপে আপনার পাঠানো কোনও মেসেজে যদি তিনটি রেড টিক আসে, তার মানে আলোচনা আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালত আপনাকে নোটিস পাঠাতে পারে।

  • 6/8

বলে রাখা ভাল, এই ধরনের কোনও বার্তার সত্যি যাচাই করা হয়নি। হোয়াটসঅ্যাপে কোনও রেড টি বা সরকারের তরফে ব্লু-টিক আসার কোনও গল্পই নেই। হোয়াটসঅ্যাপ মেসেজ থার্ড পার্টি পড়তে পারে না।
 

  • 7/8

যার মানে, সরকারও আপনার মেসেজ পড়তে পারবে না। কারণ, WhatsAPP-এ end-to-end এনক্রিপশন থাকে।

  • 8/8

অর্থাত্‍ আপনার কাছেও যদি আসে তা হলে অবিলম্বে রিপোর্ট করুন। কোনও গ্রুপ থেকে এলে সেই গ্রুপের বিরুদ্ধেও রিপোর্ট করতে পারেন।  

Advertisement
Advertisement