Advertisement

টেক

TVS Ronin Vs Bajaj Pulsar: নতুন TVS Ronin কিনবেন না Bajaj Pulsar, জানুন কোন বাইক বেস্ট?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Jul 2022,
  • Updated 7:04 PM IST
  • 1/7

সদ্য নতুন আরবান অ্যাডভেঞ্চার বাইক TVS Ronin লঞ্চ করেছে TVS মোটরস। এটিই সংস্থার প্রথম ২০০সিসির বেশি বাইক। বাজারে পালসারের সঙ্গে প্রতিযোগিতায় পড়তে চলেছে টিভিএস। এমতাবস্থায় কোন বাইক কিনবেন? 
 

  • 2/7

TVS Ronin না Bajaj Pulsar 250 

ইঞ্জিন ক্ষমতার দিক থেকে Bajaj Avenger Cruise 220 বাইকের সঙ্গে লড়াই টিভিএস রনিনের। তবে অ্যাডভেঞ্চার বাইকের স্টাইলিং, ডিজাইন, হ্যান্ডলিং এবং ফিচারের জন্য এই বাইকের সঙ্গে মোকাবিলা বজাজ পালসারের।  এই রেঞ্জে পালসারের দুটি মডেল রয়েছে- F250 এবং N250।
 

  • 3/7

পালসারের দমদার ইঞ্জিন

বজাজ পালসার ২৫০-র ইঞ্জিন ২৪.১ bhp মেকস পাওয়ার এবং ২১.৫nm পিক টর্ক জেনারেল করে। TVS Ronin-র ইঞ্জিন ২২৬ সিসি-র। এছাড়া ২০bhp মেকস পাওয়ার এবং ২০nm পিক টর্ক জেনারেট করে। 
 

  • 4/7

TVS Ronin আর Bajaj Pulsar বাইকে বেশ কিছু জিনিস এক। যেমন- অয়েল কুলড ইঞ্জিন, ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স, ১৪ লিটার ফুয়েল ট্যাঙ্ক, সিঙ্গল চ্যানেল এবিএস, ডিস্ক ব্রেক, ১৭ ইঞ্চির অ্যালয় হুইল আর ডিজিটাল স্পিডোমিটার। 

  • 5/7

টিভিএস রোনিন ও বজাজ পালসারের কিছু ফিচার আলাদাও। বজাজ পালসারের মতো স্টেপড আসন নেই। মিটার কনসলো অফ-পজিশনে। ইঞ্জিনে ৪টি বাল্ব আছে। হেডল্যাম্পের ডিজাইন টি-ফেস স্টাইলের। অ্যালয় হুইল ৯ স্পোকের। 
 

  • 6/7

TVS Ronin-এ কানেকটেড ও অ্যাডভান্স ফিচার্স রয়েছে। রয়েছে ব্লুটুথ কানেকটিভিও। এতে রয়েছে SmartXonnect প্রযুক্তি। ভয়েস এবং রাইড অ্য়াসিস্ট পাওয়া যায়। দু'টি Ride Modes-ও রয়েছে।  
 

  • 7/7

TVS Ronin আর Bajaj Pulsar-র দাম? 

টিভিএস রোনিনের দাম ১.৪৯ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। ১.৪৪ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে বজাজ পালসারের দাম।

Advertisement
Advertisement