Advertisement

টেক

২.৫ লক্ষ টাকা উপার্জনের সুযোগ Twitter-এ, করতে হবে এই কাজটি...

Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Aug 2021,
  • Updated 9:01 PM IST
  • 1/6

মাইক্রো ব্লগিং সাইট Twitter একটি বাগ বাউন্টি প্রোগ্রাম ঘোষণা করেছে। এটি সম্পর্কে বলা হয়েছে যে প্রযুক্তিতে ব্যবহৃত অ্যালগরিদমে বাগ বা ত্রুটি ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। যার পরিমাণ ৩৫০০ ডলার ( ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৬০ হাজার ৩০০ টাকা)। 

  • 2/6

এই প্রোগ্রামটি হ্যাকার এবং কম্পিউটার গবেষকদের জন্য চালু করা হয়েছে। Twitter Bug Bounty প্রতিযোগিতার মাধ্যমে, হ্যাকার এবং কম্পিউটার গবেষকরা ইমেজ-ক্রপিং অ্যালগরিদমের পক্ষপাত শনাক্ত করবেন। ছবি ক্রপিংয়ে তাদের অ্যালগরিদম পক্ষপাতমূলক আচরণ করে, গত বছর এমন অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছিল ট্যুইটার। তারপরেই এমন প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত। 
 

  • 3/6

ট্যুইটারের বিরুদ্ধে  অভিযোগ রয়েছে যে এর অ্যালগরিদম অশ্বেতাঙ্গ  মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ করে। একদল গবেষক এটি সনাক্ত করেছেন । গত বছর একদল গবেষক ট্যুইটারের ছবি ক্রপিং অ্যালগরিদমে সমস্যা খুঁজে পান। তারা জানান, অ্যালগরিদমটি কৃষ্ণাঙ্গ নারী ও পুরুষকে ছবি থেকে বাদ দিয়ে দেয়। পরে গোটা বিষয়টি খতিয়ে দেখে মে মাসে টুইটার এক গবেষণায় জানায়, তাদের মেশিন লার্নিং গবেষকরা নারীদের সমতার পক্ষে ৮ শতাংশ ভিন্নতা খুঁজে পেয়েছেন এবং শ্বেতাঙ্গ ব্যক্তিদের বেলায় ৪ শতাংশ পক্ষপাত দেখেছেন।

  • 4/6

এই বিষয়ে, টুইটার তার সাম্প্রতিক ব্লগে বলেছে যে এই সমস্যাটি কাটিয়ে ওঠার জন্য তারা তাদের কোড অন্যদের জন্য উপলব্ধ করেছে যাতে তাদের কাজ পুনরায় তৈরি করা যায়। এখন তারা এক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে।

  • 5/6

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ট্যুইটার ফিডে ছবি কীভাবে ক্রপ হবে, সে সিদ্ধান্ত নেওয়া বিষয়ক যে কম্পিউটার কোডটি রয়েছে, তা সবার জন্য প্রকাশও করে দিয়েছে ট্যুইটার। অ্যালগরিদমটি কীভাবে স্টেরিওটাইপিং বা কোনো গোষ্ঠীর প্রতি পক্ষপাত করে ক্ষতি করতে পারে, সেটি অংশগ্রহণকারীদের খুঁজে বের করার আহ্বানও জানিয়েছে ট্যুইটার।
 

  • 6/6


প্রতিযোগিতায় বিজয়ীরা ৫০০ ডলার থেকে সাড়ে ৩ হাজার ডলার পর্যন্ত নগদ অর্থ পুরস্কার পাবেন এবং আগস্টে ডেফ কনে ট্যুইটারের আয়োজিত কর্মশালায় নিজেদের কাজ উপস্থাপনের সুযোগ পাবেন। উল্লেখ্য, হ্যাকারদের বৃহত্তম বার্ষিক সম্মেলনের মধ্যে ডেফ কন অন্যতম।

Advertisement
Advertisement