ভারতে চলে এল ভিভো (Vivo)-র নতুন ফোন। অনেক দিন ধরে এই ফোনের জন্য অনেকে অপেক্ষা করছিলেন। সেই প্রতীক্ষার অবসান হল। ওই সংস্থার ওয়াই সিরিজের লেটেস্ট স্মার্টফোন সেটি। ওই ফোনের মডেনের নাম ভিভো ওয়াইফিফটিথ্রিএস (Vivo Y53s)। একগুচ্ছ নতুন ফিচার রয়েছে এই ফোনে। দেখে নেওয়া যাক, কী কী মিলবে।
এই ফোন (Vivo Y53s)-এর গুণ দেখলে চমকে উঠতে হয়। এর প্রাইমারি ক্য়ামেরা ৬৪ মেগাপিক্সেলের। ৩৩ডব্্লু ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে।
এটিতে রয়েছে ওয়াটারড্রপ স্টাইল ডিসপ্লে। এই ফোনের দাম কত? ভারতে এই ফোনের দাম ১৯ হাজার ৪৯০ টাকা। সিঙ্গল ৮ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। তার জন্য ওই দাম দিতে হবে। দু'টি রঙে আপাতত বাজারে মিলবে। একটি হল ডিপ সি ব্লু এবং অন্যটি ফ্যান্টাস্টিক রেনবো।
আজ, ৯ আগস্ট থেকে এই ফোনটি ফ্লিপকার্ট (Flipkart), অ্য়াম্য়াজন (amazon), পেটিএম, টাটা ক্লিক, বাজাজ (Bajaj) এএমআই স্টোর, মেজর রিটেল স্টোর এবং ভিভো ইন্ডিয়া ই-স্টোরে এটি পাওয়া যাবে।
রয়েছে দেড় হাজার টাকা ফেরত পাওয়ার সুযোগ। নয়া ফোন (Vivo Y53s)-এর লঞ্চ উপলক্ষে দেড় হাজার টাকা ক্যাশব্যাকের অফারও এনেছে ভিভো। এইচডিএফসি ব্য়াঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে কিনলে মিলবে এই সুযোগ। এর পাশাপাশি আইসিআইসিআই ব্য়াঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করলে, কোটাক মহিন্দ্রা ব্য়াঙ্ক, বাজাজ ফিনসার্ভ থেকে কিনলেও পাওয়া যাবে ক্যাশব্য়াক। আরও অফার রয়েছে। ৭ হাজার টাকার জিও বেনিফিটও দেওয়া হচ্ছে।
এটি (Vivo Y53s)-তে ডুয়েল ন্যানে সিম রয়েছে। ভিভো ওয়াইফিফটিথ্রিএস (Vivo Y53s) অ্যান্ড্রয়েড ১১-তে ফানটাচ ওএস ১১.১-তে চলবে। এই ফোনে রয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে। এটার রিফ্রেশ রেট ৬০ হার্ৎজ (60Hz)। রয়েছে অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। রয়েছে ৮ জিবি র্যাম। ইনবিল্ট স্টোরেজ ব্যবহার করে র্যাম ৩ জিবি আরও বাড়িয়ে দেওয়া যেতে পারে। আর মাল্টিটাস্কিং সম্ভব। এর রিয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা। এর প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের। এর পাশাপাশি ২ মেগাপিক্সলের মাইক্রো শুটার এবং এক়ি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে।