Advertisement

টেক

ঋণগ্রস্ত Vodafone-Idea, বড় অংশের মালিকানা কেন্দ্রীয় সরকারের!

Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jan 2022,
  • Updated 5:09 PM IST
  • 1/8

বেসরকারি টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়ার (Vodafone Idea) বড় অংশের অংশীদারিত্ব পেতে চলেছে ভারত সরকার। মঙ্গলবার সরকারি ঋণ শোধের পরিবর্তে সরকারকে অংশীদারিত্ব দেওয়ার প্রস্তাবে অনুমোদন পাশ করেছে সংস্থার পরিচালন বোর্ড।       

  • 2/8

দেশের তৃতীয় বৃহৎ টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া। তাদের প্রায় ৩৬ শতাংশ শেয়ারের মালিক হতে চলেছে সরকার। সরকারি বকেয়াকে শেয়ারে পরিণত করার প্রস্তাবে সম্মত হয়েছে সংস্থা।

  • 3/8

ভোডাফোন আইডিয়ার কাছে স্পেকট্রাম নিলাম বাবদ কেন্দ্রের কাছে প্রচুর বকেয়া। সেই বকেয়া শেয়ারে পরিণত করার প্রস্তাবে সম্মত হয়েছে সংস্থা। 

  • 4/8

এই প্রস্তাব অনুমোদিত হওয়ায় সংস্থার ৩৫.৮ শতাংশ শেয়ার পাবে কেন্দ্র। ২৮.৫ শতাংশ থাকবে ভোডাফনের হাতে এবং ১৭.৮ শতাংশ শেয়ারের মালিক হবেন আদিত্য বিড়লা গ্রুপ। প্রসঙ্গত, জিও আসার পর সঙ্কট কাটাতে ভোডাফোন ও আইডিয়া একত্র হওয়ার সিদ্ধান্ত নেয়। সাধারণ শেয়ার হোল্ডারদের হাতে বাকি শেয়ার থাকবে।

  • 5/8

এই প্রস্তাব অনুমোদিত হওয়ায় সংস্থার ৩৫.৮ শতাংশ শেয়ার পাবে কেন্দ্র। ২৮.৫ শতাংশ থাকবে ভোডাফনের হাতে এবং ১৭.৮ শতাংশ শেয়ারের মালিক হবেন আদিত্য বিড়লা গ্রুপ। প্রসঙ্গত, জিও আসার পর সঙ্কট কাটাতে ভোডাফোন ও আইডিয়া একত্র হওয়ার সিদ্ধান্ত নেয়। সাধারণ শেয়ার হোল্ডারদের হাতে বাকি শেয়ার থাকবে।

  • 6/8

এখনও টেলিকম মন্ত্রকের অনুমতি মেলেনি। সেই অনুমতি এলে ভোডাফোন-আইডিয়ায় বৃহত্তম অংশীদার হবে সরকারের।           

  • 7/8

এই খবর বাজারে ছড়াতেই ভোডাফোন আইডিয়ার শেয়ারের দাম ১৯ শতাংশ পড়ে গিয়েছে।
 

  • 8/8

২০১৬ সালে জিও-র সস্তায় ফোর জি পরিষেবা আসার পর থেকে দুর্বল হয়েছে ভোডাফোন এবং আইডিয়া। প্রতিযোগিতায় পাল্লা দিতে পারেনি তারা। দুটি সংস্থা হাত মেলানোর সিদ্ধান্ত নেয়। 

Advertisement
Advertisement