Advertisement

টেক

WhatsApp-এ জুড়ল শপিং বাটন, আরও সহজ হল ব্যবসায়ীক লেনদেন

Aajtak Bangla
  • 11 Nov 2020,
  • Updated 4:10 PM IST
  • 1/6

WhatsApp-এ যুক্ত হল নতুন ফিচার শপিং বাটন। এর সাহায্যে WhatsApp থেকেই সরাসরি নানা ধরনের পণ্য বা পরিষেবা দেখা ও কেনার সুযোগ সুবিধা পাবেন অ্যাপ ব্যবহারকারীরা।

  • 2/6

প্রতিদিন বিশ্বের প্রায় সাড়ে ১৭ কোটি মানুষ WhatsApp-এর বিজনেস অ্যাকাউন্টের সাহায্যে ব্যবসায়িক বার্তা পাঠান। অন্তত ৪ কোটি মানুষ প্রতি মাসে ব্যবসার ক্যাটালগ দেখেন। এর মধ্যে প্রায় ৩০ লক্ষ ব্যবহারকারী ভারতীয়।

  • 3/6

এখন থেকে আলাদা করে কোনও বিজনেস ওয়েবসাইট বা প্রোফাইল খুঁজতে হবে না। আলাদা করে কোনও ব্যবসার ক্যাটালগও খুঁজতে হবে না। WhatsApp-এর মধ্যেই এ বার সুনির্দিষ্ট জায়গায় বিজনেস স্টোর আইকন দেখতে পাবেন অ্যাপ ব্যবহারকারীরা।

  • 4/6

সেখানে ক্লিক করেই পণ্য নির্বাচন থেকে শুরু করে ওই পণ্যটি সম্পর্কে WhatsApp Chat-এ ব্যবসায়ীর সঙ্গেও কথা বলতে পারবেন ব্যবহারকারীরা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে বিশ্বের সর্বত্রই WhatsApp ব্যবহারকারীরাই এই শপিং বাটনের সুবিধা পেতে পারেন সাম্প্রতিক আপডেটের মাধ্যমেই।

  • 5/6

ভয়েস কল আইকনের জায়গাটিতে বর্তমানে কিউমুলেটিভ কল বাটন করে দেওয়া হয়েছে যেখানে একই সঙ্গে ভয়েস বা ভিডিয়ো কলের অপশন থাকে।

  • 6/6

WhatsApp Pay ফিচারের সুবিধা পেতে ব্যবহারকারীদের WhatsApp-এর ক্রেতা বা বিক্রেতা— যে কোনও একটি বিজনেস অ্যাকাউন্টে যেতে হবে। যদি বিক্রেতা WhatsApp-এ তাঁদের ক্যাটালগ আপলোড করেন, তা হলে ভয়েস কল আইকনের পাশে, উপরে ডানদিকের কোণে স্টোর শপের আইকনটি দেখতে পাওয়া যাবে। এই স্টোর আইকনে ক্লিক করলেই দেখা যাবে কোন পণ্য বা পরিষেবা এখানে উপলব্ধ রয়েছে।

Advertisement
Advertisement