Advertisement

টেক

WhatsApp Ban Reason : দেশে ১৮ লাখেরও বেশি অ্যাকাউন্ট BAN, এই ভুলে আপনার WhatsApp-ও হবে বন্ধ

Aajtak Bangla
  • দিল্লি,
  • 02 May 2022,
  • Updated 8:37 PM IST
  • 1/9

ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp বেশ জনপ্রিয়। ব্যবহারকারীদের সুবিধার জন্য মাঝে মাঝে নতুন নতুন ফিচার নিয়ে আসে WhatsApp। সেই কারণে এই অ্যাপটি বেশ জনপ্রিয়। 

  • 2/9

আমাদের দেশের কোটি কোটি মানুষ এই অ্যাপ ব্যবহার করেন। তবে এই সংস্থা ভারতে ১৮ লাখেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।

  • 3/9

WhatsApp মার্চে প্রকাশিত রিপোর্টে একথা জানিয়েছে। বলা হয়েছে যে ১ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে, তারা ১৮ লাখেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। যা ফেব্রুয়ারি মাসের তুলনায় প্রায় ৮ লাখ বেশি।

  • 4/9

ফেব্রুয়ারি মাসে WhatsApp প্রায় এক মিলিয়ন অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল। সংস্থাটি তাদের বিবৃতিতে জানিয়েছে, আইটি নিয়ম ২০২১ অনুসরণ করে এই এই পদক্ষেপ করা হয়েছে।

  • 5/9

সংস্থাটি আরও বলেছে, ব্যবহারকারীদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। সেই কারণে ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে কোম্পানি অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

  • 6/9

কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, এতে WhatsApp অপব্যবহারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে৷ মনে করা হচ্ছে ক্ষতিকর কাজে জড়িত থাকার কারণে এসব অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।

  • 7/9

এর মধ্যে রয়েছে হয়রানি, জাল তথ্য ফরোয়ার্ড করা বা অন্য ব্যবহারকারীদের নামে অ্যাকাউন্ট ব্যবহার করা। গত কয়েক মাস ধরে, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ক্রমাগত এ ধরনের পদক্ষেপ নিচ্ছে

  • 8/9

অ্যাপের নীতি ও নির্দেশিকা না মেনে এই অ্যাকাউন্টগুলিকে নিষিদ্ধ করেছে সংস্থা। এছাড়াও, এই অ্যাকাউন্টগুলি জাল তথ্য, সন্দেহজনক লিঙ্ক বা যাচাইকৃত ফরোয়ার্ড করা বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যও নিষিদ্ধ করা হয়েছে। 

  • 9/9

আপনিও যদি এই ধরনের কার্যকলাপ করেন, তাহলে আপনার WhatsApp অ্যাকাউন্টও ব্যান হয়ে যেতে পারে।

Advertisement
Advertisement