Advertisement

টেক

WhatsApp Account Ban : ২৩ লক্ষর বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করল WhatsApp, কেন?

Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 Dec 2022,
  • Updated 4:12 PM IST
  • 1/6

২৩ লক্ষর বেশি ভারতীয় অ্যাকাউন্ট একমাসে বন্ধ করেছে WhatsApp। অক্টোবর মাসে বন্ধ করা হয়েছে এই অ্যাকাউন্টগুলিকে। এই বিষয়ে সংস্থা জানাচ্ছে, ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২৩,২৪,০০০ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। 

  • 2/6

ইউজারদের তরফে অভিযোগ পাওয়ার পর নিষিদ্ধ করা হয়েছে এই অ্যাকাউন্টগুলি। এর মধ্যে ৮,১১,০০০ অ্যাকাউন্ট ইউজারদের অভিযোগ পাওয়ার আগেই নিষিদ্ধ করে দেয় WhatsApp। নিয়ম না মানায় বন্ধ করা হয় ওই অ্যাকউন্টগুলি। 

  • 3/6

রিপোর্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ওই অ্যাকাউন্টগুলিকে নিয়ে গ্রিভ্যান্স মেকানিজমের অধীনে অভিযোগ জানিয়েছিল। অক্টোবর মাসে, ৭০১ টি গ্রিভ্যান্স রিপোর্ট পায় সংস্থা । তারমধ্যে মধ্যে ৩৪টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। 

  • 4/6

রিপোর্টে আরও বলা হয়েছে যে, প্ল্যাটফর্মটি সর্বদা ইউজারদের নিরাপত্তার জন্য ডেডিকেটেড। অপব্যবহার এবং নির্দেশিকা লঙ্ঘন প্রতিরোধের জন্য, সংস্থা ক্রমাগত এই ধরনের পদক্ষেপ নিতে থাকে।  

  • 5/6

ইউজারদের নিরাপত্তার জন্য প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত কাজ করে চলেছে।  IT Rules 2021 অনুযায়ী সংস্থা একটা ডেটা জারি করেছে, যেখানে নিষিদ্ধ করা অ্যাকাউন্টগুলির বিষয়ে বলা হয়েছে।

আরও পড়ুন - ২০২৩-এর শুরুতেই বৃহস্পতির গোচর, ৫ রাশির সোনালি দিন শুরু

  • 6/6

এই প্রথম নয় যে হোয়াটসঅ্যাপ ভারতীয় অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সংস্থাটি অতীতেও এই ধরনের পদক্ষেপ নিয়েছে এবং নির্দেশিকা লঙ্ঘনের জন্য লক্ষ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। আপনিও প্রয়োজনে wa@support.whatsapp.com-এ মেল করে রিপোর্ট করতে পারেন। 

Advertisement
Advertisement