Advertisement

টেক

আপনার WhatsApp চ্যাট অন্য কেউ পড়ছে? জেনে নিন এভাবে...

Aajtak Bangla
  • দিল্লি,
  • 21 Nov 2022,
  • Updated 8:10 PM IST
  • 1/6

WhatsApp একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় মেসেজিং অ্যাপ। এটি কোটি কোটি মানুষ ব্যবহার করেন। অন্যদিকে এই অ্যাপ স্ক্যামার্স ও হ্যাকার্সদের নজরেও থাকে। তাই হোয়াটসঅ্যাপের নিরপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।  
 

  • 2/6

যদি আপনার মনে হয়ে কেউ আপনার চ্যাট পড়ছে, তাহলে খুব সহজেই তা জানতে পারবেন। তার জন্য সংস্থারই একটি ফিচার ব্যবহার করতে পারেন। এখানে জেনে নিন গোটা প্রক্রিয়া। 

  • 3/6

WhatsApp লিঙ্ক ফিচার ব্যবহার করে সেটি অন্য ডিভাইস থেকেও অ্যাকসেস করা যায়। এরই সুযোগ তোলে স্ক্যামার্সরা। WhatsApp লিঙ্ক ফিচারের মাধ্যমেই চ্যাট অ্যাকসেস করে নেয় তারা। 

  • 4/6

তবে এটি সহজেই জানা যায়। এর জন্য প্রথমে WhatsApp খুলুন এবং মাথায় তিনটি ডটে ক্লিক করুন। 

আরও পড়ুন - এই রোগে পুরোপুরি ক্ষতি হয় লিভারের, আজই ছাড়ুন ৫ অভ্যাস

  • 5/6

সেখানে Linked Devices অপশানটিতে ক্লিক করুন। সেখানে নিচের দিকে যে ডিভাইসে লিঙ্ক করা হয়েছে সেই বিষয়ে দেখা যাবে। সেখানে কোনও অজ্ঞাত ডিভাইস বা ব্রাউজার দেখতে পেলে আপনি সেটি সরিয়ে দিতে পারেন।  

  • 6/6

এর জন্য আপনাকে ওই ডিভাইস বা ব্রাউজারে ক্লিক করে রিমুভ অপশনে ক্লিক করতে হবে। অন্য ডিভাইসে লগইন করলে আপনার WhatsApp অ্যাকাউন্টের অ্যাক্সেস মুছে যাবে। তবে যদি আরও নিরাপত্তা চান, তাহলে ইনবিল্ট অ্যাপ লক দিয়ে হোয়াটসঅ্যাপ লক করে রাখতে পারেন। এছাড়াও, আপনি টু-ফ্যাক্টর সিকিউরিটি কোডও ব্যবহার করতে পারেন। 

Advertisement
Advertisement