ব্যবহারকারীদের জন্য বিরাট অফার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। WhatsApp Pay ব্যবহার করে রিচার্জ কিংবা টাকা আদানপ্রদান করলে এবার থেকে ক্যাশব্যাক দেবে সংস্থা।
জানা গিয়েছে, সপ্তাহখানেক আগে থেকেই গ্রাহকদের অ্যাকাউন্টে ক্যাশব্যাক পাঠাতে শুরু করেছে WhatsApp।
Business Insider এর রিপোর্ট অনুযায়ী, WhatsApp Pay ব্যবহার করা গ্রাহকদের ৫১ টাকা করে ক্যাশব্যাক পাঠাতে শুরু করেছে সংস্থা।
এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংসে যেতে হবে। সেখানে WhatsApp Pay বলে একটি অপশন থাকবে।
সেই অপশনে গিয়ে কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে, সেটি ক্লিক করতে হবে। তারপরে রেজিস্টার মোবাইল নম্বরে মেসেজ ঢুকবে। এর পরেই WhatsApp Pay সক্রিয় হবে।
তবে সংশ্লিষ্ট গ্রাহককে ব্যাঙ্কে রেজিস্টার করা মোবাইল নম্বর দিয়েই হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলতে হবে।
বর্তমানে আমাদের দেশে Google Pay, PayTM, PhonePe খুব জনপ্রিয়। এখন হোয়াটসঅ্যাপও সেই প্রতিযোগিতায় নেমেছে।
জানা যাচ্ছে, আপাতত হোয়াটসঅ্যাপের নিজেদের ব্যবহারকারীদের মধ্যেই WhatsApp Pay অপশনটিকে জনপ্রিয় করার দিকে মনোযোগ দিচ্ছে।
ক্যাশব্যাক পাওয়ার শর্ত রয়েছে সম্ভবত। যদি সংশ্লিষ্ট গ্রাহক অন্য নম্বর WhatsApp Pay ব্যবহার করে টাকা পাঠান, তবে ক্যাশব্যাক মিলবে।
GIve cash, get Rs 51 back- নামে একটি ব্যানারও হোয়াটসঅ্যাপ পে অপশনে দেখা গিয়েছে।