Advertisement

টেক

WhatsApp-এর নয়া ফিচার, ফটো দেখার পর হবে নিজেই গায়েব

Aajtak Bangla
  • 04 Aug 2021,
  • Updated 11:04 AM IST
  • 1/6

হোয়াটসঅ্যাপ এখন ব্যবহারকারীদের জন্য ভিউ ওয়ান ফিচার চালু করেছে। এই ফিচারের মাধ্যমে শুধুমাত্র একবারই ইনবক্সে আসার কোনও ছবি বা ভিডিও দেখা যেতে পারে। ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণে এই বৈশিষ্ট্যটির আপডেট পাবেন।
 

  • 2/6

প্লে স্টোর কিংবা গুগল স্টোরে হোয়াটসঅ্যাপের এই আপডেট পাবেন ব্যবহারকারীরা। আপডেটের পরে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনের বদল হবে। বেশ কিছু দিন ধরে এই ফিচারের উপর পরীক্ষা চালাচ্ছিল হোয়াটসঅ্যাপ।

  • 3/6

এই ফিচারে ইনবক্সে আসা কোনও ছবি ও ভিডিও দেখার পরেই তা গায়েব হয়ে যায়। কিন্তু এই ফিচারের ত্রুটিও আছে। কারোর প্রয়োজন হলে সেই ছবি স্ক্রিনশট নিয়েও রাখতে পারে।

  • 4/6


ভিউ ওয়ানস স্টেপটি খুব সোজা। এতে কোনও ছবি কাউকে পাঠানোর আগে ক্যাপশ বক্সেই একটি আইকন আসবে (আপডেটের পরে)। সেটি ক্লিক করতে হবে। 

  • 5/6


ভিউ ওয়ানস-এর মাধ্যমে কাউকে ছবি কিংবা ভিডিও পাঠালে সেটি দেখার পরেই মুখে যায়। এমনকি ওই ছবি ডাউনলোড বা অন্য কাউকে পাঠানোও যাবে না।  
 

  • 6/6


তবে কোনও ইউজার যদি ভিউ ওয়ানস থেকে পাঠানো ছবি ১৪ দিন না খোলেন, তা সেটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে।

Advertisement
Advertisement