Advertisement

টেক

YouTube-এ শর্ট ভিডিও থেকে ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের সুযোগ! কী ভাবে?

Aajtak Bangla
  • 04 Aug 2021,
  • Updated 1:44 PM IST
  • 1/6

সোশ্যাল মিডিয়া থেকে যাঁরা অর্থ উপার্জন করতে চান, তাদের জন্য বড় সুযোগ দিচ্ছে ইউটিউব। ইনস্টাগ্রাম রিলসের মতো আগেই ইউটিউব এই ফিচার এনেছিল। এবার নিজস্ব কনটেন্ট থাকলে  টাকা দেবে ইউটিউব।

  • 2/6

এই জন্য ইউটিউব শর্টস বিরাট অঙ্কের ফান্ড রেখেছে। ২০২১ এবং ২০২২ সালে ১০০ মিলিয়নের এই তহবিল বণ্টন করা হবে। যোগ্য কনটেন্ট নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের ফান্ডের টাকা দেবে ইউটিউব।

  • 3/6

ইউটিউব বলেছে যে নির্মাতারা প্রায় ৭.৪০০ টাকা থেকে ৭,৪০,০০০ টাকা উপার্জন করতে পারবে।

  • 4/6

ভিউয়ার্জ ও এনগেজমেন্ট এই দুইয়ের উপর ভিত্তি করেই উপার্জন করা যাবে। 
 

  • 5/6

প্রত্যেক মাসের পারফরম্যান্সের উপর ভিত্তি করে বোনাস বিচার করা হবে। এর সঙ্গে বিভিন্ন বিষয় যুক্ত হবে।

  • 6/6

তবে বোনাসের জন্য কোনও যোগ্যতামান রাখেনি সংস্থা। একমাত্র ভালো পারফরম্যান্স করলেই তাদেরটা বিচার করা হবে বলে জানানো হয়েছে।

Advertisement
Advertisement