Advertisement

টেক

WhatsApp New Feature: WhatsApp-এ আর স্ক্রিনশট নেওয়া যাবে না, এছাড়াও একগুচ্ছ ফিচার আসছে...

Aajtak Bangla
  • দিল্লি,
  • 11 Aug 2022,
  • Updated 4:03 PM IST
  • 1/6

WhatsApp হল অনেক মানুষের প্রাথমিক মেসেজিং অ্যাপ। এতে অনেক দারুণ ফিচারও দেওয়া হয়েছে। এর ফলে ব্যবহারকারীরাও দারুণ এক্সপেরিয়েন্স উপভোগ করেন। অভিজ্ঞতা আরও বাড়ানোর জন্য, হোয়াটসঅ্যাপও নতুন ফিচার  প্রকাশ করে চলেছে। সম্প্রতি, কোম্পানি তিনটি দুর্দান্ত ফিচার  ঘোষণা করেছে।

  • 2/6

মানুষ এই তিনটি  ফিচারের  জন্য দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিল। হোয়াটসঅ্যাপের এই ফিচারগুলো নিয়ে অনেকেই আগে কল্পনা করেননি। এই ফিচারগুলির মধ্যে একটি হল স্ক্রিনশট ব্লক করা। ইউজাররা একটা নির্দিষ্ট চ্যাটে স্ক্রিনশট নিতে পারবেন না। এই ফিচারটি View Once মেসেজের জন্য প্রকাশ করা হচ্ছে।

  • 3/6

View Once  ফিচারের মাধ্যমে ইউজাররা  একবার দেখা যায় এমন  ছবি বা ভিডিও পাঠাতে পারবেন। কিন্তু, এটিতে  একটি ত্রুটি ছিল। লোকেরা এটির স্ক্রিনশট নিয়ে ছবিটি সংরক্ষণ করত। এখন কোম্পানি এই ত্রুটি কাটিয়ে ওঠার চেষ্টা করছে।

  • 4/6

এটি স্ক্রিনশট ব্লকার ফিচারের কথা  ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে ইউজাররা View Once  মেসেজে স্ক্রিনশট নিতে পারবেন না। ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে এই ফিচারের দাবি করে আসছেন। কারণ এটি ছাড়া ভিউ ওয়ান ফিচারটির কোনো মানেই হতো না।

  • 5/6

ইউজারদের স্ক্রিনশট ব্লকার ফিচারের জন্য কিছুটা অপেক্ষা করতে হতে পারে। কোম্পানি  এ ঘোষণা করেছে। তবে চলতি মাসের শেষ নাগাদ সবাই এই সুবিধা পেতে পারেন। এটি ইউজারদের গোপনীয়তায় একটি নতুন লেয়ার দেবে।

  • 6/6

এই ধরনের একটি ফিচার  ইতিমধ্যেই স্ন্যাপচ্যাট এবং টেলিগ্রামে উপস্থিত রয়েছে। Snapchat ইউজারদের টাইম সেনসেটিভ মেসেজ পাঠাতে অনুমতি দেয়। এর সাথে, এই মেসেজগুলি স্বয়ংক্রিয়ভাবে শেষ হয় এবং ইউজারদের এটির স্ক্রিনশট নিতে দেয় না। এ জন্য টেলিগ্রামে সিক্রেট চ্যাটের সুবিধা দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement