Advertisement

টেক

WhatsApp ইউজাররা সাবধান! ভুলেও এই অ্যাকাউন্টগুলিতে রিপ্লাই নয়, তাহলেই...

Aajtak Bangla
  • দিল্লি,
  • 26 Apr 2022,
  • Updated 3:18 PM IST
  • 1/6

WhatsApp একটি খুবই জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। আর সেই কারণে এটি প্রতারকদেরও নজরে থাকে। একটি রিপোর্টে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে এখন একটি নতুন Scam চলছে। এই প্রতারণার মাধ্যমে ইউজারদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য প্রতারকদের কাছে পৌঁছে যাচ্ছে। 
 

  • 2/6

এতে ব্যাঙ্ক এবং কার্ডের ডেটেলসও সামিল। এই জন্য স্ক্যামাররা ফেক সাপোর্ট অ্যাকাউন্ট তৈরি করে। এই ভুয়ো অ্যাকাউন্টগুলি ব্যবহার করে, হোয়াটসঅ্যাপ ইউজারদের তথ্য বের করা হয়। এই বিষয়ে রিপোর্টে জানিয়েছে  WABetaInfo।
 

  • 3/6

স্ক্যামটি আসলে কী?
যদিও এই কেলেঙ্কারি প্রথম কবে প্রকাশ্যে এসেছে তা জানা যায়নি। প্রতারকরা প্রথমে ফেক হোয়াটসঅ্যাপ সাপোর্ট অ্যাকাউন্ট তৈরি করে। সেটি একেবারে আসলের মতো দেখায়। প্রতিবেদনে বলা হয়েছে যে ওই অ্যাকাউন্টগুলিকে আসল হিসেবে তিলে ধরতে এমন প্রোফাইল ইমেজ ব্যবহার করা হয় যাতে ভেরিফায়েড ব্যাজ থাকে। 
 

  • 4/6

প্রতিবেদনে বলা হয়েছে, ওই ভুয়ো অ্যাকাউন্টগুলি থেকে ব্যবহারকারীকে তাঁদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ভুল তথ্য দেওয়া হয়। আর অ্যাকাউন্ট বন্ধ না করার জন্য, ব্যবহারকারীর কাছ থেকে ব্যাঙ্ক কার্ডের বিবরণের মতো ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। অনেক সময় ওই ভুয়ো অ্যাকাউন্টগুলি থেকে ইউজারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য ৬ সংখ্যার পিনও চাওয়া হয়।

আরও পড়ুনAirtel-এর সবচেয়ে সস্তা প্ল্যান, ১৯ টাকায় মিলবে এবার এত GB ডেটা

  • 5/6

এভাবে সাবধান থাকুন...
প্রথমেই বলে রাখা দরকার, হোয়াটসঅ্যাপ কখনওই আপনার ব্যাঙ্কের বিবরণ বা ৬ সংখ্যার পিন চাইবে না। এছাড়াও, কোম্পানি কখনওই অ্যাকাউন্ট বন্ধ করার জন্য কোনও ব্যক্তিগত তথ্য চায় না। যদি কেউ হোয়াটসঅ্যাপের নামে এই বিবরণগুলি জিজ্ঞাসা করে তবে তাকে সঙ্গে সঙ্গে ব্লক করুন।
 

  • 6/6

আরেকটি বিষয় মনে রাখবেন, WhatsApp সাপোর্ট অ্যাকাউন্টে নামের পাশে একটি ভেরিফায়েড ব্যাজ রয়েছে। যেটি প্রোফাইল পিকচারে থাকে না। সেই কারণে, এই ধরনের অ্যাকাউন্টের রিপ্লাই দেবেন না। যদি কোনও ফেক হোয়াটসঅ্যাপ সাপোর্টেড অ্যাকাউন্ট থেকে মেসেজ পান, তাহলে দ্রুত চ্যাট ইনফো সেকশানে গিয়ে রিপোর্ট করুন।

Advertisement
Advertisement