Advertisement

টেক

বছরের সবথেকে হালকা ও পাতলা ফোন আনছে Xiaomi! জানুন বিশদে

Aajtak Bangla
  • 10 Jun 2021,
  • Updated 1:35 PM IST
  • 1/7

চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে। সংস্থাটি ঘোষণা করেছে এই ফোনটি ২২ জুন লঞ্চ করা হবে। সংস্থাটি আরও দাবি করেছে যে এই স্মার্টফোনটি এই বছরের সবচেয়ে পাতলা এবং হালকা স্মার্টফোন হবে।

  • 2/7

লক্ষণীয় যে সম্প্রতি সংস্থাটি ভারতে এমআই ১১ সিরিজ চালু করেছে। এই সিরিজের মধ্যেই এখন এম ১১ লাইট চালু করার প্রস্তুতি নিচ্ছে। এটি মিড-রেঞ্জের সেগমেন্ট ফোন হতে পারে।

  • 3/7

মি ১১ সম্পর্কে জানা গিয়েছে এই স্মার্টফোনটি ২২ জুন লঞ্চ করা হবে। সংস্থাটি জানিয়েছে যে এমআই ১১ লাইটটি ৬.৮ মিমি পুরু হবে এবং এর ওজনও খুব কম হবে। সংস্থার মতে, এই ফোনটি ১৫৭ গ্রাম হবে।
 

  • 4/7

শাওমি ফোনটি চালু হওয়ার আগে একটি পোস্টার প্রকাশ করেছে। এই পোস্টারে এমআই ১১ লাইটের আকার এবং ওজনকে অন্যান্য স্মার্টফোনের সাথে তুলনা করা হয়েছে। এখানে Galaxy Z Fold 2, Galaxy Z Flip, Vivo X60, iPhone SE, iPhone 12 এবং iPhone 12 Mini-এর আকার ও আয়তনের সঙ্গে তুলনা করা হয়েছে। 
 

  • 5/7

এমআই ১১ ফোনটির ভারতে দাম হতে পারে ২৫ হাজার টাকা। পাতলা ও হালকা ফোনের প্রচার সামনে এনেই সংস্থাটি এই ফোনের মার্কেটিং করতে চলেছে। 

  • 6/7

ফোনে ৮ জিবি ব়্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। Qualcomm Snapdragon 732G প্রসেসর দেওয়া হবে। এছাড়াও মি ১১ লাইটে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকবে

  • 7/7

ট্রিপল রিয়ার ক্যামেরা এমআই ১১ লাইটে দেওয়া হবে। প্রাইমারি লেন্সটি হবে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা,  দ্বিতীয়তে ৮-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স থাকবে। সেলফির জন্য এই স্মার্টফোনে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

Advertisement
Advertisement