Advertisement

ইউটিলিটি

e-Rupi: জানুন কী ভাবে কাজ করবে দেশের নয়া ডিজিটাল পেমেন্ট মোড e-Rupi

Aajtak Bangla
  • 04 Aug 2021,
  • Updated 4:43 PM IST
  • 1/8

২ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশের নয়া ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম e-RUPI চালু করেছেন। নতুন এই ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম হল আধুনিক DBT মোড। 

 

ছবি: ANI টুইট থেকে সংগৃহীত।

  • 2/8

ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা DBT হল একটি আধুনিক প্রযুক্তি। এই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসে (Unified Payment Interface) নির্বিঘ্নে রিয়াল-টাইমে আর্থিক লেনদেনের সুবিধা পাওয়া যায়।

 

ছবি: ANI টুইট থেকে সংগৃহীত।

  • 3/8

নতুন এই ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম লঞ্চ করার মূল উদ্দেশ্য হল ব্যবহারকারীকে ‘লিক-প্রুফ’ পরিষেবা প্রদান করা। অর্থাৎ, নিরাপদ ও সুরক্ষিত আর্থিক লেনদেন নিশ্চিত করা। এ বার জেনে নিন e-Rupi কী ভাবে কাজ করবে!

 

ছবি: ANI টুইট থেকে সংগৃহীত।

  • 4/8

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (National Payments Corporation of India), ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস (Department of Financial Services), কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) এবং ন্যাশনাল হেল্থ অথরিটির (National Health Authority) মিলিত উদ্যোগে এই e-Rupi তৈরি করা হয়েছে।

  • 5/8

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (PMO) দাবি, দেশের এই নয়া ডিজিটাল পেমেন্ট মোড e-Rupi ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (National Payments Corporation of India) তৈরি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস যা নির্বিঘ্নে রিয়াল-টাইমে টাকা লেনদেন সুনিশ্চিত করে।

  • 6/8

e-Rupi ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনের জন্য শুধু মোবাইল নম্বর হলেই হবে। এর জন্য আলাদা করে Aadhaar নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে না।

  • 7/8

এই e-Rupi ব্যবহারকারীর ফোনের মাধ্যমে ‘ওয়ান-টাইম পেমেন্ট মেকানিজম’ হিসাবে কাজ করবে। e-Rupi ব্যবহারকারী নিজের মোবাইল ফোনে QR কোড বা SMS-এর মাধ্যেমে e-voucher পাবেন যার সাহায্যে অনায়াসেই নিরাপদে আর্থিক লেনদেন করা যাবে।

  • 8/8

এই e-Rupi-র সঙ্গে ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI), HDFC ব্যাঙ্ক, Axis ব্যাঙ্ক আর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) যুক্ত হয়েছে।

Advertisement
Advertisement