Advertisement

Best Phones in India : আইফোন না স্যামসাং, ফোন বিক্রিতে ভারতে নম্বর ওয়ান কে?

Best Phones in India: আইফোন ধারাবাহিকভাবে সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন সেগমেন্ট দখল করেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, সেরা তিনটি সেরা বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে আইফোন অন্তর্ভুক্ত রয়েছে। কাউন্টারপয়েন্ট এপ্রিল 2022 এর জন্য ডেটা তুলে ধরেছে। এতে বলা হয়েছে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের কথা।

সেরা স্মার্টফোন কোনগুলো দেখে নিন (প্রতীকী ছবি)সেরা স্মার্টফোন কোনগুলো দেখে নিন (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 24 Jun 2022,
  • अपडेटेड 10:09 PM IST
  • আইফোন ধারাবাহিকভাবে সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন সেগমেন্ট দখল করেছে
  • সেরা তিনটি সেরা বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে আইফোন অন্তর্ভুক্ত রয়েছে
  • সাম্প্রতিক এক প্রতিবেদনে তেমনই বলা হয়েছে

Best Phones in India: আইফোন ধারাবাহিকভাবে সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন সেগমেন্ট দখল করেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, সেরা তিনটি সেরা বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে আইফোন অন্তর্ভুক্ত রয়েছে। কাউন্টারপয়েন্ট এপ্রিল 2022 এর জন্য ডেটা তুলে ধরেছে। এতে বলা হয়েছে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের কথা।

Apple iPhone 13
এপ্রিল মাসে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন ছিল Apple iPhone 13। মানুষ আইফোনের জন্য পাগল বলা যায়। এ কারণে এক নম্বর অবস্থানে থাকাটা অবাক হওয়ার কিছু নেই। এই মুহূর্তে এটি প্রায় 70 হাজার টাকায় অফার-সহ এই ফোন ভারতে কেনা যাবে।

Apple iPhone 13 Pro Max
iPhone 13 Pro Max অ্যাপলের সবচেয়ে দামি এবং শক্তিশালী স্মার্টফোন। এর ব্যাটারি লাইফ থেকে শুরু করে ক্যামেরা পর্যন্ত এটাকে খুব ভাল বলে মনে করা হয়। এর পারফরমেন্সও খুব ভাল। এই তালিকায় এটা রয়েছে দুই নম্বরে।

আরও পড়ুন

Apple iPhone 13 Pro
এই তালিকায় তৃতীয় স্থানে থাকা iPhone 13 Pro দেখায় যে iPhone 13 সিরিজটি বেশ জনপ্রিয়। অর্থাৎ মানুষ এই সিরিজের তিনটি স্মার্টফোনের মধ্যে সবচেয়ে বেশি কিনছে। আমরা আপনাকে বলি যে প্রো ম্যাক্স এবং প্রো এর মধ্যে একমাত্র প্রধান পার্থক্য হল পর্দার সাইজ।

Apple iPhone 12
এই তালিকায় Apple iPhone 12 রয়েছে চতুর্থ স্থানে। দুই বছরের পুরনো স্মার্টফোন ভারত ও জাপানে প্রচুর কেনা হচ্ছে। যার কারণে এটা সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায়ও রয়েছে। এর দামও কমিয়েছে কোম্পানিটা।

Samsung Galaxy S22 Ultra 5G
দেখা যাচ্ছে, Samsung Galaxy S22 Ultra 5G অনেক লোক পছন্দ করেন। এ কারণে সেরা 5টি সেরা বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে এটাই একমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইস। ভারতে এটি প্রায় 1 লাখ 10 হাজার টাকায় কেনা যাবে।

Advertisement

এর পরে, এই তালিকায় রয়েছে Samsung Galaxy A13, Apple iPhone SE (2022), Samsung Galaxy A03 Core, Samsung Galaxy A53 5G এবং Redmi Note 11 LTE।

 

Read more!
Advertisement
Advertisement