Advertisement

Elon Musk: একাই 'কুম্ভ', এবার টুইটারে সব বোর্ড ডিরেক্টরদের ছাঁটলেন মাস্ক

গত ২৮ অক্টোবর টুইটার নিজের দখলে আনেন ইলন মাস্ক। মালিকানা হাতে আসার পর তিনি টুইটারের সিইও পরাগ আগরওয়াল এবং সিএফও নেড সেগালকে বরখাস্ত করেছিলেন। শুধু তাই নয় মাস্ক তাঁকে কোম্পানির সদর দফতর থেকে কার্যত তাড়িয়ে দেন।

এলন মাস্ক।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Oct 2022,
  • अपडेटेड 10:07 PM IST
  • টুইটার অধিগ্রহণের পর ছাঁটাই করছেন মাস্ক।
  • এবার ছাঁটলেন বোর্ড ডিরেক্টরদের।

টুইটার হাতে নেওয়ার পর একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছেন ইলন মাস্ক। সংস্থার ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়াল-সহ বেশ কয়েকজন আধিকারিককে সরিয়ে দিয়েছেন। এবার সংস্থার সব বোর্ড ডিরেক্টরদের তাড়ালেন মাস্ক।এখন তিনিই টুইটারের একমাত্র ডিরেক্টর।

গত ২৮ অক্টোবর টুইটার নিজের দখলে আনেন ইলন মাস্ক। মালিকানা হাতে আসার পর তিনি টুইটারের সিইও পরাগ আগরওয়াল এবং সিএফও নেড সেগালকে বরখাস্ত করেছিলেন। শুধু তাই নয় মাস্ক তাঁকে কোম্পানির সদর দফতর থেকে কার্যত তাড়িয়ে দেন। 

চলতি বছরের ১৩ এপ্রিল টুইটার কেনার কথা ঘোষণা করেছিলেন এলন মাস্ক। প্রতি শেয়ারে ৫৪.২ ডলার হিসেবে ৪৪ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিলেন। পরে জটে তৈরি হয় চুক্তি নিয়ে। ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে টুইটার যথাযথ তথ্য দিচ্ছে না বলে বেঁকে বসেন মাস্ক। ৮ জুলাই চুক্তিখেলাপ করেন। তার পর আদালতের দ্বারস্থ হয়েছিল টুইটার। অক্টোবরের গোড়ায় মতবদল করেন মাস্ক। চুক্তি সারতে সম্মত হন। ২৮ অক্টোবরের মধ্যে চুক্তিটি সম্পন্ন করার করার নির্দেশ দেয় ডেলাওয়ার আদালত। 

টুইটার অধিগ্রহণ 'মানবতার স্বার্থেই' বলে দাবি করেছেন মাস্ক। টুইটারে বিবৃতি দিয়ে জানিয়েছেন,'আরও অর্থ উপার্জনের জন্য টুইটার কিনিনি। মানবতার জন্য কিনেছি। মানব সভ্যতার ভবিষ্যৎ এমন হওয়া উচিত যেখানে সবার স্বাধীন মতামত প্রকাশের জন্য থাকবে ডিজিটাল প্ল্যাটফর্ম। বিতর্ক হবে সুস্থ পরিবেশে।'

এদিকে টুইটারে নিজের প্রোফাইলে ব্লু টিক রাখতে হলে মাসে মাসে টাকা দিতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন টুইটারের নতুন মালিক। রবিবার এক ব্যবহারকারীর প্রশ্নে তিনি জানিয়েছেন,'টুইটারের ব্যবহারকারীর প্রোফাইল যাচাই করার গোটা পদ্ধতিই পুনর্গঠন করা হচ্ছে।' জানা গিয়েছে, নির্দিষ্ট সাবক্রিপশন দিলেই ব্লু টিক রাখা যাবে। সূত্রের খবর,সাবস্ক্রিপশনের খরচ বেড়ে হতে পারে ১৯.৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যা ১৬০০ টাকা।     

Advertisement

আরও পড়ুন- দেখতে ফাটাফাটি, মাইলেজ দুর্দান্ত, ৫০ হাজারের কমে বিকোচ্ছে ৫ ই-স্কুটার

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement