Advertisement

৮ বছর পর Google Chrome-এর নয়া লোগো, কেমন?

ইতিমধ্যেই ট্যুইটারে মিম শেয়ার করতে শুরু করেছেন ইউজাররা। কারণ নয়া লোগোতে খুব সামান্যই পরিবর্তন আনা হয়েছে। তাই এটি প্রায় পুরনো লোগোর মতোই দেখাচ্ছে, আর তাই সেটিকে নিয়ে মজা করতে শুরু করেছেন ইউজারা। 

Google Chrome
Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 Feb 2022,
  • अपडेटेड 4:04 PM IST
  • ৮ বছর পর গুগল ক্রোমের নয়া লোগো
  • লোগোয় বিশেষ পরিবর্তন করা হয়নি
  • ট্যুইটারে মিমের ঝড়

লোগো বদলাচ্ছে Google Chrome। প্রায় ৮ বছর বদলানো হচ্ছে লোগো। এর আগে ২০১৪ সালে লোগো বদলেছিল সংস্থা। তবে এই পরিবর্তন ইউজারদের খুব একটা পছন্দ হয়নি বলেই মনে হচ্ছে। 

এটি নিয়ে ইতিমধ্যেই ট্যুইটারে মিমও শেয়ার করতে শুরু করেছেন ইউজাররা। কারণ নয়া লোগোতে খুব সামান্যই পরিবর্তন আনা হয়েছে। তাই এটি প্রায় পুরনো লোগোর মতোই দেখাচ্ছে, আর তাই সেটিকে নিয়ে মজা করতে শুরু করেছেন ইউজারা। 

এখানে তুলে ধরা হল তেমনই কিছু মিম যা Google Chrome-এর নতুন লোগো আসার পর ইউজাররা শেয়ার করেছেন। ট্যুইটার হ্যান্ডেল swatic12 থেকে একটি মিম শেয়ার করে লেখা হয়েছে, 'মনে হচ্ছে কিছু করা হয়নি, তবে করা হয়েছে'।

ট্যুইটার হ্যান্ডেল cricketpun_duh-তে এর তুলনা জাপানের রিডিজাইন পতাকার সঙ্গে করা হয়েছে। 

ইউজার  _gayatrii-র মিমে অনিল কপুরেকে দেখা গিয়েছে। 

এমনকি লোগোর ডিজাইনারকে নিয়েও মিম করেছেন ইউজাররা। 

 

প্রসঙ্গত, নয়া এই লোগো এখনই সমস্ত ইউজার দেখতে পাবেন না। এখন শুধু ক্রোমের ডেভলপার ভার্সান Chrome Canary-তে এটি দেখা যাবে। তবে কিছু মাসের মধ্যেই এটি সবার জন্য রোলআউট করা হবে। 

আরও পড়ুনখুব সহজে ইংরেজি শিখতে চান? সাহায্য করবে এই ৫ অ্যাপ

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement